জাহ্নবীর ছেড়ে দেওয়া প্রেমিককে ডেট করছেন খুশি? বিতর্কে মুখ খুললেন শ্রীদেবী-কন্যা
তারকাদের নিয়ে মুখোরচক গুজব ছড়ানো কোনও নতুন কথা নয়! সম্প্রতি ‘মিলি’-র প্রচারে এক সাক্ষাৎকারে এসে জানালেন তাঁকে আর তাঁর বোন খুশি কাপুরকে নিয়ে যে গুজব ছড়িয়েছে তা তাঁর কাছে খুবই হাস্যকর।
২০১৮ সালে বলিউডে ডেবিউ করেন জাহ্নবী কাপুর ‘ধড়ক’ ছবি দিয়ে। আর খুশিকে বলিউডে দেখা যাবে পরের বছর নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য অর্চিস’ দিয়ে। দীর্ঘ কেরিয়ারে একাধিক ছেলের সঙ্গে নাম জড়িয়েছে জাহ্নবীর। তাঁদের মধ্যেই একজন অভিনেত্রীর ছোটবেলার বান্ধবী অক্ষত রঞ্জন। আর সেটাই সম্প্রতি নিজের কথায় টেনে আনলেন ‘মিলি’ নায়িকা।
জাহ্নবীকে প্রশ্ন করা হয়, কেরিয়ারে সবচেয়ে বড় গুজব তাঁকে নিয়ে কী ছড়িয়েছে, যা তাঁর কাছে অবাক করা। এর উত্তরে অভিনেত্রী জানান, ‘আমি অক্ষত রঞ্জনকে ডেট করতাম, যে আমার ছোটবেলার বন্ধুও। আর তারপর আমি বিচ্ছেদ করে নেই আর তারপর খুশি ওকে ডেট করছে।’ একটু থেমে থেকে জাহ্নবী নিজের বক্তব্য শেষ করেন, ‘আমরা কেউ ওকে ডেট করিনি। সেই ছোটবেলা থেকেই ও আমাদের বেস্টফ্রেন্ড।’
এখন শোনা যাচ্ছে জাহ্নবীর সঙ্গে হয়তো সম্পর্ক আছে ওরহান আওয়াত্রামানির। তাঁদের একাধিক ঘনিষ্ঠ ছবিও সামনে এসেছিল এক পার্টি থেকে। যদিও এই গুজবও তিনি হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গেল’ বলেই দাবি করেছেন। এদিকে দিওয়ালি পার্টি করতে গিয়েছিলেন আবার পুরনো প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে। সব মিলিয়ে সত্যি জাহ্নবীর প্রেম-জীবন ঘেঁটে ঘ।
কাজের সূত্রে, জাহ্নবীকে মিলিতে দেখা যাবে সানি কৌশল, মনোজ পাওয়াদের সঙ্গে। যা মালয়ালাম ছবি হেলেন-এর হিন্দি রিমেক। মিলি-র ট্রেলার ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
For all the latest entertainment News Click Here