জালিয়াতির চেষ্টা করছিলেন ইংরেজ! মানকাডিং নিয়ে কার্যত বলেই দিলেন হরমন
শুভব্রত মুখার্জি: দিন কয়েক আগেই ইংল্যান্ডের বিপক্ষে তাদের দেশের মাটিতেই ওয়ানডে সিরিজ জিতে ফিরেছে ভারতীয় মহিলা দল। বলা ভালো অ্যামি জোন্সদের রীতিমতো হোয়াইটওয়াশ করেছে তারা। সেই সিরিজের একেবারে শেষ ম্যাচে বিতর্ক দানা বেঁধে ছিল একটি রান আউটকে নিয়ে। দীপ্তি শর্মা নন স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিনকে বোলার বল করার আগেই এগিয়ে যাওয়ার কারণে রান আউট করে দেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন বিষয়টি একেবারে নিয়মের মধ্যেই ছিল তবে তারা পরিকল্পনা করে কিছু করেননি।
মহিলা এশিয়া কাপের আগে বিষয়টি নিয়ে বলতে গিয়ে হরমনপ্রীত জানিয়েছেন ‘আমরা এই ধরনের বিষয়গুলোর উপর বেশ কয়েকটি ম্যাচ ধরেই নজর রাখছিলাম। ও (চার্লি) বেশ খানিকটা এগিয়ে যাচ্ছিল। বাজেভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল বারবার। দীপ্তির সচেতনতার ফলে আমরা ওকে রান আউট করতে সমর্থ হয়েছি।’
তিনি আরও বলেন ‘আমাদের পরিকল্পনায় বিষয়টা একবারেই ছিল না। ম্যাচ সবাই জিততে চায়। তা নিয়মের মধ্যে থেকে সবাই করতে চায়। আমরাও সেটাই করেছি। মাঠে নেমে যে কোন মূল্যে জয়লাভ করাটাই উদ্দেশ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মের মধ্যে থাকা। আমরা যা করেছি তা একেবারে নিয়মের মধ্যেই রয়েছে। সেদিন মাঠে যা ঘটেছে তা একবারেই আমাদের পরিকল্পনায় ছিল না। ওটা হয়ে গিয়েছে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
প্রসঙ্গত শনিবার থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে শনিবার। প্রতিপক্ষ শ্রীলঙ্কা দল। উল্লেখ্য ভারতে আসার পরে দীপ্তি ওই রান আউট নিয়ে মুখ খুলেছিলেন। তার বক্তব্য ছিল চার্লিকে বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারপরেই তাকে তিনি রান আউট করেন। যদিও দীপ্তির দাবি মিথ্যা বলা হয়েছে ইংল্যান্ডের তরফে।
For all the latest Sports News Click Here