‘জালিয়াতির সতর্কতা’, প্যান কার্ডের অপব্যবহার, লোন প্রতারণার ফাঁদে রাজকুমার রাও
প্যান কার্ডের অপব্যবহার, লোন প্রতারণার ফাঁদে অভিনেতা রাজকুমার রাও। শনিবার অভিনেতা দাবি করেন, এই প্রতারণার কারণে তার ক্রেডিট স্কোর প্রভাবিত হয়েছে। তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (ইন্ডিয়া) লিমিটেডকে (সিআইবিআইএল) বিষয়টি খতিয়ে দেখতে আবেদন করেছেন।
রাজকুমার টুইট করে লিখেছেন, ‘#FraudAlert আমার প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছে এবং আমার নামে ২৫০০ টাকার লোন নেওয়া হয়েছে। যার কারণে আমার সিবিল স্কোরে প্রভাব পড়েছে। @CIBIL_Official-কে অনুরোধ করছি বিষয়টি খতিয়ে দেখুন, সতর্কতা অবলম্বন করে এর বিরুদ্ধে পদক্ষেপ নিন।’ যদিও সিবিল কর্তৃপক্ষের তরফে কোনও জবাব মেলেনি।
অভিনেতার প্যান কার্ড দেখিয়ে আড়াই হাজার টাকা লোন নেওয়ার ফলে কমেছে ক্রেডিট স্কোর। সিবিল অধিকর্তাদের বিষয়টি গুরত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বছর দ্বিতীয়বার প্রতারণার শিকার হলেন রাজকুমার। জানুয়ারিতে তিনি একটি জাল ইমেল সম্পর্কে কথা বলেছিলেন, তার নাম ব্যবহার করে ৩ কোটি আদায়ের জন্য পাঠানো হয়েছিল।
রাজকুমারকে শেষবার দেখা গিয়েছিল ‘বাধাই দো’ ছবিতে। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ভূমি পেদনেকর। হিট, মনিকা, ও মাই ডার্লিং, ভেদ, বন্দুক এবং গুলাবস এবং ভূষণ কুমারের আসন্ন শিরোনামহীন ছবিতে দেখা যাবে অভিনেতাকে।
For all the latest entertainment News Click Here