জার্মানির চার্চে ‘সাহেব’ বরকে বিয়ে বাঙালি নায়িকার, নবদম্পতির চুম্বনরত ছবি ভাইরাল
হিন্দি টেলিভিশন জগতের পরিচিত নাম সৃজিতা দে। এই বাঙালি নায়িকা এবার মিস থেকে মিসেস হলেন। জার্মান প্রেমিকের সঙ্গে বিদেশের মাটিতে বিয়ের পর্ব সেরে নিলেন বিগ বস ১৬ প্রতিযোগী। দীর্ঘদিনের প্রেমিক মাইকেল ব্লোম পাপের সঙ্গে ১লা জুলাই খ্রিস্টান রীতি মেনে হোয়াইট ওয়েডিং সারলেন সৃজিত। জার্মানির এক চোখ ধাঁধানো চার্চে বসেছিল বিয়ের অনুষ্ঠান।
বিয়ের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সৃজিতা লেখেন- ‘আজ থেকে শুরু হল আমাদের চিরকালের যাত্রা, হাতে হাত রেখে।’ সৃজিতা নিজের প্রেম সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা। বিগ বসের ঘরেও সৃজিতার ‘ঘরের লোক’ হিসাবে হাজির ছিলেন মাইকেল। বিয়ের আসরে সাবেকি টাক্সিডোতে পাওয়া গেল মাইকেলকে, কাঁধখোলা সাদা গাউনে ঝলমল করলেন সৃজিতা। মাথায় আটকানো লম্বা সাদা ওড়না। একদম হালকা মেক আপ আর সাজে পাওয়া গেল কনেকে। নজর কাড়ল সৃজিতার গলার স্টেটমেন্ট হিরের হার।
‘আই ডু’, যিশু খ্রিস্টের সামনে পরস্পরকে স্বামী-স্ত্রী হিসাবে গ্রহণ করে পরস্পরের ঠোঁটে ঠোঁট রাখলেন সৃজিতা-মাইকেল, সেই ছবিও ইনস্টায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বিয়ের ছবি পোস্ট করতে না করতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। নায়িকার বিগ বসের ঘরের বন্ধু শিব ঠাকরে, অর্চনা গৌতমরা ‘অভিনন্দন’ বার্তা দেন। অভিনেত্রী নারায়ণী শাস্ত্রী লেখেন-‘অভিনন্দন আমার ভালোবাসা রইল’।
বিদেশের মাটিতে বিয়ে করায় সৃজিতার বিয়েতে হাজির থাকতে পারেনি, তাঁর অধিকাংশ বন্ধুই। তবে হাজির ছিল পরিবার। শুরু থেকেই একদম ছিমছাম বিয়েই চেয়েছিলেন ‘উত্তরণ’ খ্যাত অভিনেত্রী। বিয়ে নিয়ে বেজায় উত্তেজিত সৃজিতা। একটা পর্ব মিটেছে ঠিকই, তবে লাল বেনারসিতে সেজে বাঙালি মতেও বিয়ে করলেন সৃজিতা। অক্টোবরে হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করবেন সৃজিতা-মাইকেল। গায়ে হলুদ, মেহেন্দি, সংগীত, বিয়ে– সবই হবে নিয়ম মেনে। শ্বশুরবাড়ির লোকজন বাঙালি বিয়ে দেখতে বেজায় এক্সাইটেড জানিয়েছেন অভিনেত্রী।
এদিন পরিণতি পেল সৃজিতা-মাইকেলের চার বছরে প্রেম সম্পর্ক। ২০১৯ সালে তাঁদের আলাপ হয়। আইফেল টাওয়ারের সামনে হাঁটু গেঁড়ে বসে একদম ফিল্মি কায়দায় প্রেমিক সৃজিতাকে প্রপোজ করেন গত বছরের জানুয়ারি মাসে।
কসৌটি জিন্দেগি কি-র সঙ্গে কেরিয়ার শুরু সৃজিতার। ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই পার করেছেন দেড় দশক। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে অবশেষে বেশি জনপ্রিয়তা দিয়েছিল ‘উত্তরণ’ ধারাবাহিক। ছোট পর্দায় শেষ বিগ বসের মঞ্চেই দেখা গিয়েছে তাঁকে।
For all the latest entertainment News Click Here