জার্মানিতে মোদীকে দেশাত্মবোধক গান শোনালো খুদে, মুগ্ধ অক্ষয় বললেন-‘মনটা ভরে গেল’
মোদী ঘনিষ্ঠ অভিনেতা হিসাবেই পরিচিত বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাইরাল ভিডিয়ো শেয়ার করেন বলিউডের খিলাড়ি। সূদূর জার্মানির বার্লিন শহরে ভারতীয় বংশোদ্ভূত এক খুদে নমোকে ‘হে জন্মভূমি ভারত’ গানটি গেয়ে শোনাচ্ছে, তুড়ি মেরে সেই গান শুনছেন প্রধানমন্ত্রী।
ভিডিয়োতে দেখা গেল মোদীর এক হাত রয়েছে সেই খুদের কাঁধে, অন্য হাত দিয়ে তুড়ি বাজাচ্ছেন তিনি। ভিডিয়োর শেষে ওই বাচ্চা ছেলেটিকে আর্শীবাদে ভরিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী। তিনটি ইউরোপীয় দেশে সফরের প্রথম ধাপে বার্লিনে পৌঁছেছেন নরেন্দ্র মোদী।
এই ভাইরাল ভিডিয়োতে মন্ত্রমুগ্ধ ‘এয়ারলিফট’ তারকা। অক্ষয় কুমার টুইটারে এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘মনটা ভরে গেল এই বাচ্চা ছেলেটার দেশপ্রেমের এমন মিষ্টি নির্দশন দেখে। নরেন্দ্র মোদীজি আপনি এই ছোট্ট ছেলেটাকে জীবনের সেরা মুহূর্ত উপহার দিলেন’।
দু-দিন আগেই নিজের আসন্ন ছবি ‘রাম-সেতু’র ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন অক্ষয়। ২০২২ সালের দিওয়ালিতে সিনেমার পর্দায় আসছে এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর, ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে। ছবিতে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক শর্মা।
এছাড়াও অক্ষয়ের হাতে রয়েছে ‘সেলফি’, ‘রক্ষাবন্ধন’-এর মতো। বছরভরই বেজায় ব্যস্ত খিলাড়ি কুমার।
For all the latest entertainment News Click Here