জামিনে মুক্ত চার অভিযুক্ত, ফুঁসে উঠতেই ‘পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ নবনীতাকে!
পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে টেলিপাড়ার তারকা দম্পতি নবনীতা দাস এবং জিতু কমল। দু-দিন আগে বিরাটি থেকে সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে এই ‘ইস্মার্ট জোড়ি’র গাড়ি। তারপরই পণ্যবাহী গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়ান তাঁরা, ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। পরের ঘটনা আরও ভয়ঙ্কর। নবনীতার অভিযোগ, থানা চত্বরে পুলিশের সামনেই অভিযুক্তরা তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দিয়েছে। এমনকী গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ এনেছিলেন নবনীতা ও জিতু।
এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছিল পণ্যবাহী গাড়ির চালক ও খালাসিকে। শুক্রবার এই মামলায় আরও দু-জনকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। তবে গতকাল তাঁদের ব্যারাকপুর আদালতে তোলা হলে চার অভিযুক্তই জামিনে মুক্তি পেয়ে গিয়েছেন। এই ঘটনায় হতবাক নবনীতা। ফেসবুকের দেওয়ালেই ফের একবার ক্ষোভ উগড়ে দিয়েছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যত অভিনেত্রী। তিনি লেখেন-‘চার অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন.. বাকি রইল,পরশুরাম বাবু।। আপনার আর চিন্তা কিসের,আপনি তো পুলিশ..!’
নিমতা থানার এএসআই পরশুরাম বরদলুইয়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছিলেন নবনীতা। ঘটনাস্থলে উপস্থিত থেকে নীরব দর্শকদের ভূমিকা পালন করেছেন তিনি, অভিযোগ অভিনেত্রীর। শুধু তাই নয়, তাঁদেরই পালটা হুমকি দিচ্ছিলেন ওই পুলিশকর্মী দাবি তাঁর। গোটা বিষয় নিয়ে পুলিশের উপরমহলে লিখিত অভিযোগও জমা দেন অভিনেত্রী। আশ্বাস মিলেছিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, তবে ধীরে ধীরে সুবিচারের প্রতি আস্থা হারাচ্ছেন অভিনেত্রী, তা স্পষ্ট এই স্টেটাসে।
এখানেও কটাক্ষ পিছু ছাড়ল না নবনীতার। এক নেটিজেন অভিনেত্রীকে ট্রোল করে লেখেন, ‘সিরিয়ালে তো তোমাকে আজকাল দেখা যায় না, ওটা করো বুঝলে। এইসব পাবলিসিটি স্টান্ট করে কোনও লাভ হবে না বুঝলে’। এই বিদ্রুপের জবাব দিতে ছাড়েননি নবনীতা। তিনি সপাটে লেখেন, ‘পাবলিসিটি!! ভালো থাকবেন। আশা করি আপনার পরিবারের কেউ এই সমস্যায় না পড়ুক’।
এই মামলায় পণ্যবাহী গাড়ির কাচ ভাঙার অপরাধে পালটা অভিযোগ দায়ের হয়েছে জিতু-নবনীতা এবং তাঁদের গাড়ির চালকের বিরুদ্ধেও। কাচ যে তাঁদের ড্রাইভারের হাতেই ভেঙেছে, তা সংবাদমাধ্যমের সামনে মেনে নেন নবনীতা। তবে তাঁর সাফাই, ‘আমাদের ড্রাইভারকে তো প্রায় রান ওভার করে দিচ্ছিল, ও থামাতে গেছে, সেইসময় কাচে হাত লাগে, তার জেরেই বোধহয় ওটা ভেঙেছে…’।
এর আগে শুক্রবার ফেসবুকে হেনস্থার সময়কার আরও একটি ভিডিয়ো আপলোড করে নবনীতা মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লিখেছিলেন, ‘কিভাবে নিমতা (থানার) এএসআই পরশুরাম বাবু দায়িত্ব পালন করছেন! বাহ…আপনিই জিতলেন স্যার,আমি আর প্রতিবাদ করবো না স্যার।’ কেন আচমকা এই ভিডিয়োয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেন নবনীতা? এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে জিতু জানান,‘নবনীতা কেন ওঁনাকে ট্যাগ করেছে তাঁর সঠিক কারণ আমার জানা নেই। তবে এটুকু জানি উনি পুলিশ মন্ত্রী। আমাদের সকলের মুখ্যমন্ত্রী। আমি যেমন বুদ্ধবাবুর ভক্ত, ও তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই হয়তো ও চেয়েছিল উনি জানুন। কারও কাউকে ভালো লাগতেই পারে, তবে ন্যায় হওয়াটা খুব জরুরি।’
For all the latest entertainment News Click Here