জামশেদপুর ঝড়ে উড়ে গেল চেন্নাই, ATK MB-কে ISL তালিকার তিনে নামিয়ে নিজেরা উঠে এল দুইয়ে
কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ড্র করে শীর্ষস্থান দখলের লড়াই আগেই কঠিন করে ফেলেছিল এটিকে মোহনবাগান। আর রবিবার রাতে চেন্নাইয়িন এফসি-কে ৪-১ চূর্ণ করে সবুজ-মেরুনের চাপ আরও বাড়াল জামশেদপুর এফসি। এ দিন ম্যাচ জিতে আইএসএল তালিকার দুইয়ে উঠে এল জামশেদপুর। আর এটিকে মোহনবাগান নেমে গেল তিন নম্বরে।
এ দিন ম্যাচের ২২ থেকে ৪৬ মিনিটের মধ্যেই চেন্নাইয়ের কফিনে চারটি পেরেক পুঁতে দেয় জামশেদপুর। জামশেদপুর ঝড়ের কাছে কার্যত খড়কুটোর মতোই উড়ে যায় চেন্নাই। পরে একটি গোলশোধ করে কোনও লাভ হয়নি। খালি হাতেই মাঠ ছাড়তে হয় চেন্নাইয়িনকে।
বিরতিতে যাওয়ার আগেই ৩-০ এগিয়ে গিয়েছিল জামশেদপুর। ২২ মিনিটে প্রথম গোলটি করেন ঋত্ত্বিক দাস। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান বরিস সিং। ৩৯ মিনিটে ড্যানিয়েল চিমা জামশেদপুরের হয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই ম্যাচের ৪৬ মিনিটে দীপক দেবরানির আত্মঘাতী গোলে ৪-০ এগিয়ে যায় জামশেদপুর।
এর পর চেন্নাইয়ের দলটির পক্ষে সমতা ফেরাতে বা জিততে দরকার ছিল বড় অঘটনের। তবে সে রকম কিছুই ঘটেনি। ম্যাচের ৬২ মিনিটে নেরিজুস ভাল্সকিস চেন্নাইয়িন এফসির হয়ে একমাত্র গোলটি করেন। এর পরও কয়েকটি গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল চেন্নাইয়িন, কিন্তু সেগুলি কোনও কাজে লাগাতে পারেনি তারা। ফলে সহজ জয় ছিনিয়ে নেয় জামশেদপুর।
১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি রয়েছে আইএসএলের পয়েন্ট টেবলের শীর্ষে। দ্বিতীয় স্থানে উঠে আসল জামশেদপুর। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তারা হায়দরাবাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এটিকে মোহনবাগান ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে নেমে গেল তিনে। চারে থাকা কেরালা ব্লাস্টার্সের পয়েন্ট ১৬ ম্যাচে ২৭।
For all the latest Sports News Click Here