জানেন গভীর রাতে ফাইনালে ব্যাট করতে নামার আগে কীভাবে নিজেকে সতেজ রেখেছিলেন কনওয়ে?
চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে ব্লকবাস্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ এর ফাইনালটি জিতেছিল মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি গভীর রাত পর্যন্ত চলেছিল। প্রায় রাত ১টা ৩৫ মিনিটে ম্যাচটি শেষ হয়েছিল। এই ম্যাচে নিয়ে কথা বলতে গিয়ে কনওয়ে বলেছিলেন যে নিজেকে জাগিয়ে রাখার জন্য তাঁর কাছে কয়েক কাপ চা এবং রেড বুলের একটি ক্যান ছিল। চেন্নাই সুপার কিংসকে তাদের পঞ্চম আইপিএল শিরোপা জেতাতে বাঁ-হাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন… NCA-তে রিহ্যাব শুরু করলেন কেএল রাহুল, কবে কামব্যাকের পরিকল্পনা?
ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে ডেভন কনওয়েকে ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘সেই মুহূর্তটা খুবই অনন্য ছিল। তখন একটি আবেগময় রোলারকোস্টারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। নিজেকে সতেজ রাখার জন্য আমি কয়েক কাপ চা খেয়েছিলাম, গভীর রাতে যখন আমরা সকলেই বৃষ্টির বিরতির সময় ম্যাচের জন্য অপেক্ষা করছিলাম, আমরা তখনও জানি না কত ওভারে কত রান তাড়া করার লক্ষ্য পাব আমরা। যখন বৃষ্টি থামল এবং আমি ব্যাট করতে যাচ্ছি তখন মাইক হাসি (ব্যাটিং কোচ) আমাকে বললেন, ‘বন্ধু, আপনি কি তোমায় একটি রেডবুলের বাক্স দেব যাতে তুমি জেগে থাকত পার?’ মানসিকভাবে সক্রিয় থাকা কঠিন ছিল, কত দেরি হয়ে গেছে। তাই আমাকে তীক্ষ্ণ এবং পুনরায় জাগ্রত রাখার জন্য আমার কাছে রেডবুলের একটি ক্যান ছিল। এটি নিশ্চিত করে যে আমি প্রথম বল থেকে মেরে খেলেছি।’
আরও পড়ুন… জিও সিনেমাতে বিনামূল্যে দেখাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ট্রফি জয়ী সেই ম্যাচে কনওয়ে ২৫ বলে ৪৭ রান করেন যাতে সিএসকে রেকর্ড-সমান পঞ্চম আইপিএল শিরোপা জিততে সাহায্য করে। ম্যাচ জয়ী মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এমনভাবে খেলাটি শেষ করা সত্যিই চমৎকার ছিল, কারণ আমরা এমন কিছু আশা করিনি। জাড্ডু (রবীন্দ্র জাদেজা) এটিকে জিততে দুই বলে দশ মেরে এটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে এবং ছেলেরা এগিয়ে যায়। এ জয় সেলিব্রেশনটা রাত থেকে খুব ভোর পর্যন্ত চলেছিল।’ এদিকে ২০২৩ আইপিএলে ১৬ ম্যাচে ব্যাট করে ১৩৯.৭১ স্ট্রাইক রেটে মোট ৬৭২ রান করেছিলেন ডেভন কনওয়ে। এই মরশুমে কনওয়ের নামে রয়েছে ছয়টি অর্ধশতক এবং মোট ৭৭টি চার ও ১৮টি ছক্কা। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এবারের আইপিএল যাত্রা শেষ করেন কনওয়ে।
আরও পড়ুন… রোহিত শর্মা টেস্ট অধিনায়কত্ব ছাড়লে পরবর্তী ক্যাপ্টেন কে? উঠে এল চারটি নাম
আইপিএল ২০২৩ শিরোপা জয়ের পরে চেন্নাই সুপার কিংসের সেলিব্রেশন নিয়ে কথা বলতে গিয়ে কনওয়ে বলেন সেলিব্রেশন ম্যাচের পরের দিন সকাল পর্যন্ত চলেছিল এবং সেই কারণে কিছু খেলোয়াড় তাদের ফ্লাইট মিস করেছিলেন। কনওয়ে ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘এটা এক রকমের পাগলামি ছিল। অনেক খেলোয়াড় তাদের ফ্লাইট মিস করেছেন। মঈন আলি এবং তাঁর পরিবার তাদের ভ্রমণ একদিনের জন্য স্থগিত করেছিলে। এরিক সিমন্স (বোলিং পরামর্শদাতা) তাঁর ফ্লাইট বাতিল করেছিলেন। ডোয়াইন প্রিটোরিয়াসও তাঁর ফ্লাইট মিস করেছেন; শুধুমাত্র তাঁর পরিবার কোনও ভাবে সময়মতো সেখানে পৌঁছাতে পেরেছিলেন। আমরা সকলেই টিম রুমে বসে সকাল ৯টা পর্যন্ত সেলিব্রেশন করেছিলাম। সব কিছুর মাঝখানে ছিলেন এমএস ধোনি। অনেকে সেখান থেকে সরাসরি প্রাতঃরাশে চলে যান তবে তার আগে আমরা সকলেই ভালো সময় কাটাই এবং পরে বিছানায় চলে যাই।’
For all the latest Sports News Click Here