জানেন কেন একটাই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের তিনটি ODI ম্যাচ
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলে ইংল্যান্ড থেকেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে সাদা বলের সিরিজ খেলবে মেন ইন ব্লুজ। তিনটি একদিনের ম্যাচ সহ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজের প্রথমে নিকোলাস পুরানদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই তিনটি ম্যাচই হবে পোর্ট অফ স্পেনে। করোনা যাতে সিরিজে সমস্যা না তৈরি করে সেই কারণেই একই মাঠে তিনটি ম্যাচ করার কথা ভাবা হয়েছে। একই কেন্দ্রে সবকটি একদিনের ম্যাচ করানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন… টি টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করবেন ঋষভ পন্ত, প্রাক্তন ব্রিটিশ তারকার ভবিষ্যদ্বাণী
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার সিরিজ হোক কিমবা ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ, মাঝে মাঝেই করোনা ক্রিকেটে আতঙ্ক সৃষ্টি করছে। এবার করোনা যাতে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের সিরিজে সমস্যা না তৈরি করতে পারে সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সময়ে যাতে কোভিড আক্রান্ত না করতে পারে সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখার এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হয়।
আরও পড়ুন… টি টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করবেন ঋষভ পন্ত, প্রাক্তন ব্রিটিশ তারকার ভবিষ্যদ্বাণী
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের একদিনের সিরিজের সূচি:
প্রথম ওয়ান ডে, ২২ জুলাই – পোর্ট অফ স্পেন
দ্বিতীয় ওয়ান ডে, ২৪ জুলাই – পোর্ট অফ স্পেন
তৃতীয় ওয়ান ডে, ২৭ জুলাই – পোর্ট অফ স্পেন
For all the latest Sports News Click Here