জানেন কি, মুম্বইয়ের থিয়েটারে একবার নিজের ছবির টিকিট নিজে বিক্রি করেছিলেন শাহরুখ?
বলিউডের সেই সুপারস্টারদের মধ্যে শাহরুখ আসেন যার নামেই হিট হয় ছবি! সিনেমাহলের সামনে লাইন লাগায় অগুণতি ভক্ত। শুধু ভারত নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে তাঁর অনুরাগীরা। আর এই শাহরুখই একবার মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহের বাইরে দাঁড়িয়ে নিজের সিনেমার টিকিট নিজেই বিক্রি করেছিলেন!
১৯৯৪ সালের ‘কাভি হা কাভি না’-র ঘটনা এটা। নতুন ট্রেন্ড শুরু করেন শাহরুখ। অ্যাডভান্স ইটিকিট বুকিং পরিষেবা দেওয়ার সময় টিকিটে দিতে থাকেন অটোগ্রাফ। শাহরুখের কেরিয়ারের একদম প্রথম দিকের ছবিগুলির মধ্যে এটা ছিল। খুব সাফল্য পেয়েছিল ছবিটা।
সঙ্গে এটাও জেনে রাখুন পরিচালকের এই ছবির লিড হিরো হিসেবে প্রথমে পছন্দ ছিল না শাহরুখকে। তিনি জুহি আর আমিরকে চেয়েছিলেন মুখ্য চরিত্রে। সেকেন্ড হিরোর ভূমিকায় অভিনয়ের কথা ছিল শাহরুখের। তবে হঠাৎই ছবি ছেড়ে দেন আমির। তার জায়গায় আসেন শাহরুখ। ডেট না থাকায় না করতে হয় জুহিকেও। তবে তিনি কেমিও করেছিলেন ছবিতে।
কাজের সূত্রে, মার্চেই ‘পাঠান’ ছবির একটি রোম্যান্টিক গানের শ্যুট স্পেনে যাচ্ছেন দীপিকা আর শাহরুখ। গত অক্টোবরেই স্পেনে এই শ্যুটিং হওয়ার কথা ছিল। জানা গিয়েছে স্পেনের মায়োকা ও কাইডিজ-কে গানের লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। গোটা টিম নিয়েই হবে বেশ বড় একটা সিকোয়েন্সের শ্যুট। সঙ্গে দীপিকা ও শাহরুখ যোগ দেবেন জন আব্রাহামের সাথে কিছু অ্যাকশন দৃশ্যেও। মোট দিন ১৭ শ্যুট হবে সেখানে।
প্রসঙ্গত, ‘জিরো’ ছবিতে শেষবার দেখা গিয়েছে শাহরুখকে। কিং খানকে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরাও। কিন্তু একের পর এক বাধা এসে সেই প্রতীক্ষা আরও লম্বা করছে। ২০২২ সালেই মুক্তি পাওয়ার কথা ‘পাঠান’-এর। ছবিতে ক্যামিও করবেন সলমন খানও।
For all the latest entertainment News Click Here