জানেন কি বিশ্বের সেরা অফ স্পিনার কে? কার সামনে নারিন ও মুরলিও ফিকে?
ক্রিস গেইল আগামী মাসে ৪৩ বছর বয়সে পা দেবেন। এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেননি তিনি। ক্রিস গেইল, ‘ইউনিভার্স বস’ নামেই পরিচিত। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু এই বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার প্রাপ্যতার কোনও নিশ্চিতকরণ হয়নি। এদিকে, তিনি একটি বিস্ময়কর বক্তব্য দিয়েছেন, গেইল জানিয়েছেন তিনি মুথাইয়া মুরলিধরনের চেয়ে ভালো অফ স্পিনার বোলার।
আরও পড়ুন… কেএল রাহুলকে তোপ জাদেজার!
টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইলকে শীঘ্রই ৬০ বলের নতুন টুর্নামেন্ট সিক্সটি-তে দেখা যাবে। বুধবার থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ৬টি পুরুষ ও তিনটি মহিলা দল অংশ নেবে। এই টুর্নামেন্টের আগে ক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময়ে গেইল নিজের বোলিং সম্পর্কে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন, ‘আপনি কি জানেন?আমার বোলিং স্বাভাবিক। আমাকে অবশ্যই বল করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। মুরলি (মুথাইয়া মুরলিধরন) অবশ্যই ধরে রাখেন না। আমার ইকোনমি রেট সেরা, এমনকি সুনীল নারিনও এর কাছাকাছি আসতে পারেন না।’
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৫৬২ রান করা গেইল বলেছেন যে তিনি 6ixty-এর মতো নতুন ফর্ম্যাটে ক্রিকেট মাঠে ফিরতে খুব উত্তেজিত। ক্রিস গেইল বলেন, ‘মাঠে ফিরে আসতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি এটি মিস করেছি। আমি আবার একটি বাচ্চার মতো অনুভব করছি, আমি আমার অভিষেক করতে প্রথম ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমি এখন ফিট,কিন্তু শুধু প্রয়োজন ক্রিকেট খেলার সেই মানসিকতায় ফিরতে হবে। তাই আমি এখানে-সেখানে প্রস্তুতি নিচ্ছি।’
আরও পড়ুন… শাদাব খানের হাত থেকে বোতল ছিনিয়ে নিলেন পাক সমর্থক! লজ্জায় মাথা হেঁট পাকিস্তানের
এই টুর্নামেন্টে মিস্ট্রি ফ্যান বল নামে একটি নিয়ম বার করা হয়েছে। কোন বলটি মিস্ট্রি হবে, যেই বলে কোন উইকেট পড়বে না, সেটা অবশ্য দর্শকরা ঠিক করবেন। এ প্রসঙ্গে ক্রিস গেইল বলেন, ‘আজকাল বোলাররা সৃজনশীল। তাদের অনেক বৈচিত্র্য রয়েছে এবং তারা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে তোলে। অবশ্যই, সংক্ষিপ্ত ফর্ম্যাটে ব্যাটিং বেশি কার্যকর, তবে বোলারদেরও অনেক দক্ষতা রয়েছে।’
For all the latest Sports News Click Here