‘জানি না আমরা বিবাহিত..’, রত্নার সাথে ডিভোর্স ঝুলে, তবু শোভনের বেটার হাফ বৈশাখী
শোভন-বৈশাখীর সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ার হট টপিক কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্য়ায়ের ‘বুড়ো বয়সের’ প্রেম। ভালোবেসে সংসার পেতেছেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের সম্পর্কও এখনও আইনি স্বীকৃতি পায়নি, কারণ বৈশাখীর বিবাহ বিচ্ছেদ মিটলেও শোভন চট্টোপাধ্যায় এখনও বিবাহিত। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। মিউচুয়াল ডিভোর্সের পথে হাঁটতে রাজি নন রত্না। যদিও পরকীয়া এখন আইনত অপরাধ নয়, তাই দিব্বি এক ছাদের তলায় থাকেন দুজনে। আরও পড়ুন-শোভন যদি কোনওদিন বদলেও যায়…’, প্রভাবশালী বলেই সম্পর্ক? কটাক্ষের জবাব বৈশাখীর
তবে শুধু একত্রে বাস নয়, শোভন-বৈশাখীর সম্পর্ক লিভ ইনের চেয়ে অনেক বেশি কিছু। শোভন চট্টোপাধ্যায়ের নামের সিঁদুরে সিঁথি রাঙান বৈশাখী। ২০২১ সালের দুর্গাপুজোয় এক সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে মা দুর্গার সামনে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তখনও বিবাহ বিচ্ছেদ হয়নি বৈশাখীর, গত বছর এপ্রিলে মনোজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর ডিভোর্স চূড়ান্ত হয়। তাহলে কি শোভন-বৈশাখী এখন বিবাহিত? এই প্রশ্নের জবাবে আজ তক বাংলাকে শোভন-বান্ধবী জানান, ‘বিবাহে সংজ্ঞা যদি যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব’ উচ্চারণ করা হয়, তাহলে জানি না আমরা বিবাহিত কিনা। যদি মালাবদল ইত্যাদি করাতেই বিবাহ বলে, তাহলে আমার জানা নেই আমরা বিবাহিত কিনা! কিন্তু যদি বিয়ের মানে হয় সুখে-দুঃখে একে অপরের পাশে থাকা, পরস্পরকে সাহায্য করা… ওই বেটার হাফকথাটা আছে না? আমরা আসলে একে অপরের পরিপূরক’।
তবে কাগজে-কলমে সম্পর্ক ভাঙায় বিশ্বাসী নন বৈশাখী, তার কথায়, ‘যেদিন আমি ওই বাড়ি ছেড়েছিলাম, সেদিনই মনোজিৎ-এর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল’। ৯ বছর একসঙ্গে সংসার করেছেন বৈশাখী-মনোজিৎ, বাড়ি ছাড়ার তিন বছর পর ডিভোর্স চূড়ান্ত হয় তাঁদের। প্রায় ১২ বছরের দাম্পত্য জীবনে ‘মনোজিৎকে কোনওদিন সুখী করতে পারিনি’, আফসোস করেছেন বৈশাখী। তাঁর কথায়, ‘হয়তো আমার মধ্যেই কোনও খামতি ছিল’। ‘বিপ্লব করে’ মনোজিৎ-কে বিয়ে করেছিলেন বৈশাখী , সমাজের চোখে নিজেকে হারতে দেবেন না বলে এই বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়েছেন, বলে স্বীকারোক্তি তাঁর।
একটা সময় ভালোবাসার উপর থেকে আস্থা হারিয়েছিলেন বৈশাখী। তবে শোভন তাঁকে নিঃস্বার্থ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাই বৈশাখীর চোখে প্রেম মানেই শোভন। বঙ্গভূমি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগে জানান, ‘আমি কোনওদিন হিসেব করে সম্পর্ক তৈরি করতে পারিনি। যখন শোভনের সঙ্গে সম্পর্ক হয়েছে অনেকে বলেছে মেয়র-মন্ত্রী বলে সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু যখন ওর সমস্ত পদ চলে গিয়েছে তখন সবচেয়ে বেশি আমি ওর পাশে ছিলাম। আমি ওকে নিজে বলেছি, আমি তোমাকে মানুষ হিসাবে সম্মান করি। আমার চরম সংকটের মুহূর্তে শোভন যেভাবে আমাকে হাত ধরে বার করে এনেছিল তাতে ওর জন্য চূড়ান্ত স্যাক্রিফাইস করতেও আমার খারাপ লাগবে না, শোভন যদি কোনওদিন বদলেও যায়’।
For all the latest entertainment News Click Here