জাদেজা-ধোনির ‘সম্পর্কে ভাঙন’ নিয়ে বিতর্কের ঝড়, রটনাকারীদের একহাত নিলেন আক্রম
শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে তাদের পঞ্চম শিরোপা জিতে নেয় সিএসকে। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের দলের ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। ফাইনালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মোহিত শর্মাকে শেষ দুই বলে পরপর ছয় এবং চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ভক্তদের আদরের জাড্ডু। এরপরেই দৌড়ে চলে আসেন দলের ডাগ আউটের দিকে, যেখানে জড়িয়ে ধরেন মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি তাঁকে কোলে তুলে নেন। এই ঘটনার পরপরেই ধোনি, জাদেজার সম্পর্কের ভাঙন নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সব খাপ পঞ্চায়েত বসেছিল তারা প্রায় সকলেই বাকরুদ্ধ। আর প্রাক্তন পাক অলরাউন্ডার ওয়াসিম আক্রম তো এবার সরাসরি রটনাকারীদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে এইসব বাজে রটনা থেকে যাতে দূরে থাকা হয়।
আরও পড়ুন… সেবার আমাদের সেরা দল ছিল! 2007 ODI WC নিয়ে হাহুতাশ সেহওয়াগের
রটনাকারীদের উদ্দেশ্যে ওয়াসিমের স্পষ্ট বার্তা এই সব বাজে রটনা, মনগড়া কথাবার্তা বলার থেকে যেন তারা শত হাত দূরে থাকেন। তাঁর মতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে বিরাট একটা জায়গা করে নিয়েছে। আর সেই জায়গাটা ব্যবহার করতে হলে সতর্ক থেকে করতে হবে। যখন তখন যা খুশি বলে বা লিখে দেওয়া যাবেনা। মিথ্যা বা অর্ধসত্য কথা একেবারেই বলা যাবে না। কারণ তা একাধিক মানুষের উপর নির্ভর করবে।
আরও পড়ুন… পিচের উপরে সবুজ ঘাস! ওভালের বাইশ গজ দেখে চোখ কপালে উঠতে পারে বিরাট-রোহিতদের
স্পোর্টসক্রীড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আক্রম জানিয়েছেন, ‘বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার সময়। এই সময়ে সবাই নিজের ঘরে বসে মোবাইল বা ল্যাপটপে এর সুবিধা নিতে থাকে। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ফলে কি বলছি, কি করছি সেটা মাথায় রাখতে হবে। ভুল তথ্য দেওয়া বা অর্ধসত্য তথ্য দেওয়া কোনও মতেই চলবে না। আমি জানি না জাদেজা ঠিক কত বছর ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে!! ধোনি তো বরাবর ওঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। জাদেজাকে সবসময় সাপোর্ট করেছে। দীর্ঘদিন ধরে ধোনির নেতৃত্বে খেলছে জাদেজা। ওদের মধ্যে সম্পর্ক কেন ফালতু খারাপ হতে যাবে? আমি যতটা ধোনিকে চিনি জাদেজাকে নিয়ে কোনও সমস্যা থাকলে সেটা ও সামনে বলত। সমস্যা মিটিয়ে ফেলত। জাদেজা তো নিজেই বলেছে ওঁর ভালো পারফরম্যান্স সম্ভব হয়েছে কারণ অধিনায়ক ধোনি ওঁকে সাপোর্ট করেছে। আর এটাকেই বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। ওদের দুজনের এর জন্য কুর্ণিশ প্রাপ্য।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here