জাদেজা আর পাঠানকে অভিনব শাস্তি দিয়েছিলেন ওয়ার্ন, স্মৃতির পাতা ওল্টালেন পাক তারকা
২০০৮ আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেই বছর এক দিন অনুশীলনে যোগ দিতে বেশ দেরী করেছিলেন রবীন্দ্র জাদেজা এবং ইউসুফ পাঠান। তাতে ওয়ার্ন বিরক্ত হলেও, অনুশীলন চলাকালীন তা প্রকাশ করেননি। কিন্তু পরে অভিনব অথচ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন ওয়ার্ন। জানেন কী সেই শাস্তি?
অনুশীলন সেরে টিম হোটেলে ফেরার পথে বাস থামিয়ে ভারতের দুই তারকা ক্রিকেটারকে নামিয়ে দিয়ে বলেছিলেন, পায়ে হেঁটে ফিরতে। অজি কিংবদন্তিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এমনই মজার শাস্তির কথা উল্লেখ করেছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল। তিনিও সে বার রাজস্থান রয়্যাল টিমেরই সতীর্থ ছিলেন।
ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম বছরই রাজস্থান রয়্যালসের শিরোপা জয়কে ফোকাস করে একটি ডকুমেন্টারি হয়েছে। তাতে ২০০৮ সালের সেই দলে থাকা বহু ক্রিকেটার প্রয়াত অজি কিংবদন্তির অধীনে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন। তখনই কামরান আকমলও ওয়ার্নের স্মৃতিচারণ করতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েছেন। প্রসঙ্গত, ২০০৮ সালে ওয়ার্নের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।
স্পোর্টস ইয়ারি ডকুমেন্টারিতে ওয়ার্নে স্মৃতি স্মরণ করে কামরান আকমল বলেছেন, ‘ইউসুফ পাঠান এবং রবীন্দ্র জাদেজা অনুশীলনে একটু দেরি করেছিলেন। তবে সে সময় ওয়ার্ন কিছু বলেননি। এমন কী আমিও দেরী করেছিলাম। কিন্তু আমি একটু দেরিতে দলে যোগ দিয়েছিলাম, তাই ও আমাকে কিছু বলেনি।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘অনুশীলন শেষ হওয়ার পরে আমরা যখন স্টেডিয়াম থেকে ফিরছিলাম, তখন ওয়ার্ন ড্রাইভারকে বাস থামাতে বলেন। তার পর তিনি দু’জনের (জাদেজা এবং ইউসুফ) দিকে ঘুরে বলেন, তোমরা পায়ে হেঁটে এসো।’
সিদ্ধার্থ ত্রিবেদী, যিনি ২০০৮-২০১৩ সাল রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন, তিনিও এই প্রসঙ্গে বলেছেন, ‘হোটেল প্রায় তখন ১-২ কিমি দূরে ছিল। ইউসুফ এবং জাদেজাকে বাস থেকে নামতে হয়েছিল সে বার। বাকি রাস্তা হেঁটে যেতে হয়েছিল। আর একটি শাস্তি ছিল যে, টিম মিটিংয়ে দেরি করলে তাঁকে ২৪ ঘণ্টা ‘পিঙ্কি’ নামের পুতুলটি বহন করতে হতো! টিম মিটিং, স্পন্সরদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং শুভেচ্ছা মূলক কোনও অনুষ্ঠান সর্বত্র পুতুলটি বহন করতে হত।’
For all the latest Sports News Click Here