‘জাদেজার সঙ্গে বসে কথা বলুক বোলিং কোচ’, নো বল দেখে রেগে গেলেন সানি
বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের টেস্টে সিরিজে পরপর দুই ম্য়াচ জিতে এগিয়ে রয়েছে ভারত। বুধবার ইন্দোরে শুরু হয়েছে তৃতীয় টেস্ট ম্যাচ। আর প্রথম দিনই নাজেহাল অবস্থা ভারতের। অজি বোলারদের দাপটে প্রথম দিনই অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্য ছিল নিজেদের পরিচিত পিচে বড় রান করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা। কিন্তু হল উল্টোটা। প্রথম দিনের খেলা শুরু হতেই চাপে পড়ে যায় ভারত। পরপর সাজঘরে ফিরতে থাকেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। বোলিংয়েও বেশ চাপে পড়ে জাতীয় দল। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নো বল করার প্রবণতা বেশ সমালোচনার মুখে পড়েছে। অসন্তোষ প্রকাশ করেছেন কোচ রাহুল দ্রাবিড়ও।
শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৩৩.২ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। একের পর এক উইকেট হারাতে থাকে মেন ইন ব্লু। বিরাট কোহলি ও কেএস ভরতের জুটি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তারা। নিজেদের ঘরের মাঠে এমনটা হবে তা একেবারেই কল্পনা করতে পারেনি রাহুল দ্রাবিড়ের দল।
বোলিং করতে নেমে বেশ সমস্যার মুখোমুখি হয় ভারতীয় দল। প্রথম দিনের শেষে ৪৭ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি অজিদের। ১২ রানে প্রথম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। জাদেজার বলে ফিরে যান ট্রাভিস হেড। প্রথম উইকেট পড়ার পর ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। মার্নাস ল্যাবুশানকে ফিরিয়ে দেন তিনি। প্যাভিলিয়নের দিকে হাঁটতেও শুরু করেন। তবে নো বল চেকিং-এর জন্য তাকে দাঁড়াতে বলেন আম্পায়াররা।
দেখা যায় জাদেজা নো বল করেছেন। ফিরে আসেন ল্যাবুশান। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়েও তা বৈধ হচ্ছে না দেখে মাথা নাড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ রাহুলও। এই বিষয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন, ভারতের বোলিং কোচের উচিত রবীন্দ্র জাদেজাকে বিশেষ ভাবে বোলিং অনুশীলন করানো। তিনি বলেন, ‘ভারতের বোলিং কোচ পরশের উচিত জাড্ডুর সঙ্গে বসে কথা বলা। দরকার পড়লে ওকে উইকেটের অনেকটা পিছন থেকে বোলিং প্র্যাকটিস করাক। স্পিনারদের নো বল করা একেবারেই মেনে নেওয়া যায় না। এটা যদি চলতে থাকে তাহলে ভারতকে তার দাম দিতে হবে।’
For all the latest Sports News Click Here