জাদেজার অভাব মেটাচ্ছেন অক্ষর, বিশ্বকাপের একাদশে জায়গা পাকা? তেমনই ইঙ্গিত রোহিতের
রবীন্দ্র জাদেজা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটমহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশ্বকাপে তারকা অল-রাউন্ডারের জায়গা কে নেবেন, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অবশেষে রোহিত শর্মা স্পষ্ট করে দিলেন ছবিটা। নাগপুরে অস্ট্রেলিয়াকে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হারিয়ে ওঠার পরে হিটম্যান অক্ষরকে নিয়ে যা বললেন, তাতে এটাই প্রতিষ্ঠিত হয় যে, অস্ট্রেলিয়ায় অক্ষরই নিতে চলেছেন জাদেজার জায়গা।
আসলে স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প থাকলেও জাদেজার ‘লাইক টু লাইক’ পরিবর্ত হলেন অক্ষর প্যাটেল। তবে অভিজ্ঞ অশ্বিন বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন বলেই এবং রবিচন্দ্রনের ব্যাটের হাতটাও নিতান্ত মন্দ নয় বলে জাদেজার জায়গায় কাকে ব্যবহার করা হবে, আগেভাগে সেটা নিশ্চিত করতে হতো টিম ম্যানেজমেন্টকে। অশ্বিন আপাতত পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। তবে অক্ষর প্যাটেল সুযোগ যথাযথ কাজে লাগালেন।
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অক্ষর ১৭ রানে ৩টি উইকেট নিয়েছিলেন। এবার নাগপুরে তিনি ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জামথায় ভারতের জয়ের পিছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অক্ষর।
আরও পড়ুন:- IND vs AUS: ধুন্ধুমার ব্যাটিং ক্যাপ্টেন রোহিতের, ম্য়াচ জেতালেন ফিনিশার কার্তিক
ম্যাচের শেষে রোহিত শর্মা বলেন, ‘যে থেকে রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছে, অক্ষর যথাযথ ওর জায়গা নিয়েছে। এই দু’ম্যাচেই সেটা বোঝা গেল। ও ম্যাচের যে কোনও পর্যায়ে বল করতে পারে। পাওয়ার প্লে-তে যেমন কার্যকরী, তেমনই মাঝের ওভারে পেসাররা মার খেলে ও সামলে দিতে পারে। আবার পরের দিকেও ওকে বল করানো যায়। ওর চার ওভার হাতে পাওয়া গেলে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা যায়। ও নিজের ভূমিকা যথাযথ পালন করছে।’
পরক্ষণেই হিটম্যান বলেন, ‘অক্ষর দীর্ঘদিন ধরেই ভালো ক্রিকেট খেলছে। ভারতের হয়ে তো বটেই, ফ্র্যাঞ্চাইজির হয়েও। তবে আমি ওর ব্যাটিংটাও দেখতে চাইব। এই সিরিজে হয়ত সুযোগ হবে না। কেননা সাতজনের শক্তশালী ব্য়াটিং লাইনআপ রয়েছে আমাদের। তবে কোনও এক পর্যায়ে ওকে ব্যাট হাতেও সফল হতে দেখতে চাইব।’
আরও পড়ুন:- Duleep Trophy Final: দলীপ ফাইনালে ডাবল সেঞ্চুরি করে ৬০ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী, বড় রান নাইট অধিনায়কের ব্যাটেও
উল্লেখ্য, নাগপুরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে ভারত। ভিজে আউটফিল্ডের জন্য ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পরে। ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৮ ওভার প্রতি ইনিংসে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৯০ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ভারত ৭.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলে ম্যাচ জিতে যায়।
For all the latest Sports News Click Here