জাতীয় গেমসের শুরুতেই সোনা চানু ও ভবানীর, রেকর্ড বাংলার মেয়ে স্বপ্নার
শুভব্রত মুখার্জি: গুজরাটে বসছে ৩৬তম জাতীয় গেমসের আসর। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুভ সূচনা হয়েছিল এই গেমসের। আর সেই আসরের প্রথম দিনেই বাজিমাত করলেন অলিম্পিক পদকজয়ী তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মণিপুরের মেয়ে। ফেন্সার ভবানী দেবী, কুস্তিগীর দিব্যা কাকরান, শুটার এলাভেনিল ভালারিভান সকলেই এদিন তাদের নামের সম্মান রাখলেন। নিজেদের ইভেন্টে প্রত্যেকেই জিতলেন সোনা। পাশাপাশি নয়া জাতীয় রেকর্ড গড়েন স্বপ্না বর্মনও।
চানুর সোনা এদিন কিছুটা হলেও অপ্রত্যাশিত ছিল। তবে সেই অপ্রত্যাশিত ঘটনাকেই বাস্তবে ঘটিয়ে দেখালেন তিনি। ৪৯ কেজি বিভাগে জিতে নিলেন সোনা। মোট ১৯১ কেজি ওজন তুলে এদিন সোনা জেতেন চানু। অলিম্পিকে রুপো জয়ী এই ভারোত্তোলক অগস্ট মাসেই কমনওয়েলথ গেমসে জিতেছিলেন সোনা। এদিন স্ন্যাচ তিনি তোলেন ৮৪ কেজি ওজনওজন, ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন ১০৭ কেজি। আর এর ফলেই নিশ্চিত হয় সোনা জয়। উল্লেখ্য এটি চানুর দ্বিতীয় জাতীয় গেমস। ১৮৭ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থানে শেষ করেন সঞ্জিতা চানু।
গান্ধীনগরের আইআইটি অ্যাথলেটিক্স এরিনায় এদিন ভাঙে নটি গেমস রেকর্ড। উত্তরপ্রদেশের নির্মাণকর্মীর মেয়ে মুনিতা প্রজাপতি এবং সার্ভিসেসের ১৭ বছর বয়সি অ্যাথলিট পারভেজ খানের নজির এদিন সকলের নজিরকে যেন পিছনে ফেলে দিয়েছিল। মহিলাদের ২০কিমি হাটায় এদিন গেমস রেকর্ড করেন মুনিতা। তিনি সময় নেন ১ ঘণ্টা ৩৮ মিনিট ২০ সেকেন্ড। পারভেজ এদিন ভেঙে দেন ২৮ বছর বয়সি গেমস রেকর্ড। পুরুষদের ১৫০০ মিটারে তিনি ভেঙে দেন বাহাদুর প্রসাদের রেকর্ড। পারভেজ নিজের কেরিয়ারের সেরা সময় করেন এদিন। সময় নেন ৩:৪০:৮৯। অন্যদিকে ২০১৮ এশিয়ান গেমসে ডেকাথলনের চ্যাম্পিয়ন স্বপ্না বর্মন মহিলা হাই জাম্পে গেমস রেকর্ড করেন। ১.৮৩ মিটার লাফিয়ে সোনা জেতেন। অন্যদিকে পারভিন চিত্রাভেল ১৬.৬৮ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে জিতেছেন সোনা।
পুরুষদের হ্যামার থ্রোতে সোনা জিতেছেন পঞ্জাবের দামনিত সিং। মহিলা শট পাটে সোনা জিতেছেন উত্তরপ্রদেশের কিরণ বালিয়ান। পুরুষদের ১০০ মিটারের সেমিফাইনালে গেমসের রেকর্ড ভেঙেছেন অসমের অম্লান বোরহাইন। ২০১৫ সালে ধরমবীর সিংয়ের ১০.৪৫ সেকেন্ডে গড়া রেকর্ড ভেঙ্গে দেন তিনি। ১০.২৮ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন তিনি। অন্যদিকে অঙ্কিতা রায়নার সৌজন্যে ম্যাচ জিতে কর্ণাটককে হারিয়ে মহিলা টেনিসের ফাইনালে গিয়েছে গুজরাট। ফাইনালে তাদের প্রতিপক্ষ মহারাষ্ট্র।
মহিলা ফেন্সিংয়ের সাব্রে বিভাগের ব্যক্তিগত বিভাগে সোনা জয়ের হ্যাটট্রিক করেছেন ভবানী দেবী। অন্যদিকে রেসলিংয়ের ৭৬ কেজি বিভাগে সোনা জিতেছেন উত্তর প্রদেশের দিব্যা কাকরান। ফাইনালে তিনি হারান হিমাচল প্রদেশের রানিকে। রাগবির ৭এস বিভাগে পুরুষদের চ্যাম্পিয়ন হয়েছে হরিয়ানা এবং মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। নেটবলে ‘গোল্ডেন ডাবল’ করেছে হরিয়ানা দল। পুরুষদের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে তারা হারিয়েছে তেলেঙ্গানাকে। ফল ৭৫-৭৩। মহিলা বিভাগে ৫৩-৪৯ ফলে হরিয়ানা হারিয়েছে পঞ্জাবকে।
For all the latest Sports News Click Here