জাতীয় সঙ্গীতের সময়ে দাঁড়ালেন না বাঙালি পরিচালক সোনালি বসু, জুটল দেশদ্রোহীর তকমা
আফওয়া (Afwah) ছবি দেখতে গিয়ে বিতর্ক সৃষ্টি করলেন সোনালী বসু (Shonali Bose)। মুম্বইয়ের জুহুর পিভিআর সিনেমায় (PVR Cinemas) এই ছবিটি দেখতে গিয়ে জাতীয় সংগীতের (National Anthem) সময় উঠে দাঁড়ালেন না পরিচালক সোনালী বসু। তাঁর এই কাণ্ডের জন্য তাঁকে অসহ্য, দেশদ্রোহী, ইত্যাদির তকমা দেওয়া হয়েছে। এরপর তিনি ট্রোলারদের যোগ্য জবাব দিলেন রবি ঠাকুরের (Rabindranath Tagore) লাইন দিয়ে।
সোনালী তাঁর পোস্ট করা ভিডিয়োতে বলেন, ‘মস্তিষ্ক যেখানে উদার ভাবনা চিন্তা এবং কাজ দ্বারা পরিচালিত হয় হে ইশ্বর সেই স্বর্গের পথে আমার দেশকে চালিত করুন।’
সম্প্রতি তিনি মিডডে’কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, তাঁর জাতীয় সংগীত গাইতে ভালো লাগে। কিন্তু তিনি সেটা হলে দাঁড়িয়ে গাইবেন না, ওটা গান গাওয়ার জায়গা নয়। এটা আমার সরকার আমায় দিয়ে জোর করে করাচ্ছে। এভাবে দেশাত্মবোধ জাগাতে চাইছে। আমি আমার বন্ধুদের সঙ্গে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। ওরা সবাই জাতীয় সংগীতের জন্য উঠে দাঁড়িয়েছিল। আমি কেবল দাঁড়াইনি। পিছন থেকে একজন ব্যক্তি চিৎকার করে বলেন আমি নাকি দেশদ্রোহী। ওঁর পাশে থাকা মহিলাটি ওঁকে সঙ্গ দেন। আমি পিছন ফিরে ওঁদের চুপ করতে বলি। আমি জানতাম আমি কী করছি, তবুও আমি কিছু বলিনি। কে ঝামেলা চায়?’
তিনি আরও বলেন এই উপায়ে না তিনি জাতীয় সংগীতের অবমাননা করছেন না সরকারের বিরোধিতা করছেন। তিনি কেবল মনে করেন সিনেমা হলটা কোনও জায়গা নয়, যেখানে দেশপ্রেম দেখানো যাবে। তাঁর কথায়, ‘পপকর্ন খেতে খেতে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো যায় না।’
পরিচালকের মতে, ‘দেশপ্রেম একটা বোধ, এটা মনে জন্মায়। সরকারকে প্রতি পদে প্রশ্ন করতে শেখায়।’
For all the latest entertainment News Click Here