জাতীয় রেকর্ড গড়ে জাতীয় গেমসের দ্বিতীয় দিনের স্টার রোজি মিনা ও অজিথ
শুভব্রত মুখার্জি: জাতীয় গেমসের প্রথম দিনটা যদি ছিল মীরাবাই, ভবানি দেবী, এলাভেনিলদের নামে, তো দ্বিতীয় দিনটা অবশ্যই লেখা থাকবে দুই তামিলনাড়ুর অ্যাথলিটের সামনে। পোল ভল্টার রোজি মিনা পলরাজ এদিন নয়া উচ্চতায় পৌঁছে গেমস রেকর্ড গড়েন। তার রাজ্যবাসী ভারোত্তোলক অজিথও এদিন নয়া গেমস রেকর্ড গড়েছেন।
এদিন ২৪ বছর বয়সি রোজি নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সও ছাপিয়ে যান। ৪ মিটারকে ছাপিয়ে এদিন ৪.২০ মিটার উচ্চতায় পৌঁছন তিনি। ২০১৪ এবং ২০১৫ সালে গড়া ভি এস সুরেখার নজির ভেঙে দেন তিনি। অজিথ জাতীয় রেকর্ড গড়েন ক্লিন অ্যান্ড জার্কে। তিনি ১৭৪ কেজি ওজন তোলেন। অন্যদিকে আইআইটি গান্ধী নগরের মাঠে দ্বিতীয় দিনের সবথেকে বড় বিজয়ী লং জাম্পার জেসউইন অলড্রিন। ৮.২১ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েন তিনি। এরপর ৮.২৬ মিটার লাফিয়ে কমনওয়েলথ গেমসের পদক জয়ী এম শ্রী শঙ্করকে পেছনে ফেলে সোনা জেতেন তিনি।
পঞ্জাবের শট পাটার তাজিন্দর পাল সিং তুর এবং ৪০০ মিটারের দৌড়বিদ কেরালার মহম্মদ আজমল ও এদিন জাতীয় রেকর্ড গড়েন। তুর প্রথমে ২০.১৪ মিটার ছুড়ে জাতীয় রেকর্ড স্পর্শ করেন। পরে ২০.৭৫ মিটার ছুড়ে সেই রেকর্ড ভেঙে দেন। তবে শিরোনামের সবটুকু আলো এদিন শুষে নেন ভারোত্তোলক অজিথ। রেলওয়েতে চাকরিরত অজিথ এদিন ৭৩ কেজি বিভাগে মোট ৩১৫ কেজি তুলে সোনা জেতেন। ক্লিন অ্যান্ড জার্কে ১৭৪ কেজি তুলে ভেঙে দেন কমনওয়েলথ গেমসে পদক জয়ী অচিন্ত্য শিউলির জাতীয় রেকর্ড। স্ন্যাচে তিনি ১৪১ কেজি তুলেছিলেন। এদিন ২৯৫ কেজি তুলে রুপোর পদক পান অচিন্ত্য।
অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন গুজরাটের মহিলা টেনিস দল এবারও চ্যাম্পিয়ন হল। মহারাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অঙ্কিতা রায়নারা।মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জেতেন এষা সিং। ৫৮৪ পয়েন্ট স্কোর করে অলিম্পিয়ান মনু ভাকেরকে পিছনে ফেলে সোনা জেতেন তিনি। মহিলাদের সিঙ্গেলস লন বোলসে ২১-১৭ ফলে সোনা জিতেছেন দিল্লির সায়েস্তা সিং। মহিলাদের ১০০ মিটারে ১১.৫১ সেকেন্ডে সোনা জিতেছেন জ্যোতি ইয়ার রাজি। পুরুষদের ১০০ মিটারে সোনা জেতেন অসমের অম্লান বোরহাইন।
For all the latest Sports News Click Here