জাতীয় পুরস্কার জিতেও মিঠুনকে থাকতে হত মুম্বইয়ের রাস্তায়! কোন বীজমন্ত্র শেখেন তখন
এক সময়ে তিনি ছিলেন বলিউডের সুপারস্টার। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর টক্করের কথাও বলতেন কেউ কেউ। এহেন মিঠুন চক্রবর্তীকেও বলিউডে জায়গায় পাওয়ার জন্য লড়াই করতে হয়েছে। সে লড়াই তো অনেককেই করতে হয়। তাঁদের মধ্যেই অনেকেই পরে বড় মাপের তারকাও হন। তাতে আর আলাদা কোথায়? হ্যাঁ, তবু কিছুটা আলাদাই মিঠুন চক্রবর্তীর ঘটনাটি। আর সেই কারণেই সেই সময়ে যে বীজমন্ত্র শিখেছিলেন, তা আজও ভোলেননি অভিনেতা।
কেন মিঠুনের লড়াই আলাদা? ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবি দিয়ে আত্মপ্রকাশ তাঁর। সেই ছবির দৌলতেই জোটে জাতীয় পুরস্কার। কিন্তু কোনও পুরস্কারই যে বলিউডে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট নয়, তার প্রমাণ তিনিই। এর পরে মুম্বইয়ে হাজির হন অভিনেতা। বলিউডের সিনেমায় জায়গা পাওয়াটাই লক্ষ্য ছিল। তার জন্য বিশাল লড়াই করতে হয়েছে তাঁকে। এমনই জানিয়েছেন তিনি। মেঝেতে ঘুমোতে হত। রাস্তায় খাবার খেতে হত। সব মিলিয়ে জীবন ছিল মারাত্মক কঠিন।
(আরও পড়ুন: পর্দায় সুরূপা গুহর ‘সত্যি’ ঘটনা, ভয়ঙ্কর মৃত্যুরহস্যের জট কাটাবে কি অরিন্দমের ছবি)
কিন্তু তার পরেও সেই লড়াই জিতেছেন তিনি। তিনি দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা আর ক্ষমতা থাকলে বলিউডে সুরারস্টার হওয়া সম্ভব। কিন্তু কোন বীজমন্ত্রে তা সম্ভব হয়েছে? এত দিনেও সেই বীজমন্ত্র ভোলেননি তিনি। আর তার কল্যাণেই এখনও কাজ করে চলেছে বর্ষীয়ান তারকা। কী সেই মন্ত্র?
মিঠুন জানিয়েছেন, একটি কথা তিনি বুঝে গিয়েছিলেন, কাজের ক্ষেত্রে ভালো না হলে বলিউডে টিকে থাকা মুশকিল। তাঁর কথায়, ‘আমরা যাত্রাপথটা গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা ছিল না। আমার জার্নির পুরোটাই ছিল চ্যালেঞ্জে ভরা। আর লক্ষ্যটা পরিষ্কার ছিল। আমি সেখানে পৌঁছেছিলাম। কিন্তু তার জন্য আমাকে অনেক ব্যথা, অনেক বেদনা সহ্য করতে হয়েছে। কিন্তু আমি প্রতিটা দিন লড়াই চালিয়ে যেতাম। সেখানে পৌঁছোনোর জন্য। বলিউডে ভালো না হলে কাউকে মনে রাখে না। বলিউড হেরোদের মনে রাখে না। আমি বলতে পারি, আমায় মনে রেখেছে, কারণ আমি লড়াই করেছি, সেই জায়গাটায় পৌঁছোনোর জন্য।’
(আরও পড়ুন: পর্দায় আবার শরৎ-কাল! ‘অভাগীর স্বর্গ’ গড়ে তুলবেন মিথিলা-অনির্বাণ)
তবে এই লড়াইয়ের জন্য মিঠুনের কোনও দুঃখ বা আক্ষেপ নেই। তিনি বলেছেন, এখন ভাবলে তাঁর আর কোনও কষ্ট হয় না। সবাই তাঁকে লেজেন্ডারি সুপারস্টার বলেন। এর চেয়ে বেশি তিনি আর কীই বা চাইতে পারেন।
For all the latest entertainment News Click Here