জাতীয় দলে কামব্যাক মেহুলি ঘোষের, এশিয়ান গেমস-বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলে তারকা
শুভব্রত মুখার্জি: ভারতীয় শুটিংয়ের আকাশে অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র মেহুলি ঘোষ। নবীন এই তারকা শুটার দীর্ঘদিন বাদে ফের কামব্যাক করলেন ভারতীয় দলে। ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের তরফে সম্প্রতি ভারতের দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণা করা হয়েছে এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য। সেই দলেই জায়গা করে নিয়েছেন মেহুলি ঘোষ।
জাতীয় দলে ফেরার বিষয়ে লড়াই চালাচ্ছিলেন মেহুলি ঘোষ। দলে নির্বাচনের বিষয়ে মুখিয়ে ছিলেন মেহুলি। জাতীয় দলে নির্বাচনের জন্য ভারতীয় রাইফেল ফেডারেশনের তরফে করণি সিং শুটিং রেঞ্জে ট্রায়ালের আয়োজন করা হয়েছিল। ট্রায়াল থেকেই এশিয়ান গেমসের জন্য ২১ সদস্যের দল বেছে নিয়েছে ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে চিনে হবে এশিয়ান গেমসের আসর। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ব্যক্তিগত ইভেন্টের দলে তো নির্বাচিত হয়েইছেন মেহুলি। পাশাপাশি দুটি প্রতিযোগিতার জন্য মিক্সড ইভেন্টেও জায়গা করে নিয়েছেন মেহুলি।
২২ বছরের মেহুলি বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং হ্যাংঝাউ এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি । আগামী ১৪ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের রাজধান বাকুতে অনুষ্ঠিত হবে শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্যারিস অলিম্পিকের কোটা জোগাড় করার সুযোগ রয়েছে। ফলে ভারতীয় শুটারদের কাছে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন বাকু বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে রয়েছেন হুগলির জায়গা পেয়েছেন মেহুলি। ফলে প্রায় ১বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন হল তাঁর। বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেহুলি খেলবেন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে। মেহুলির সঙ্গে ওই বিভাগে খেলবেন রমিতা ও তিলোত্তমা সেন। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রয়েছেন দিব্যা টিএস, এষা সিং এবং পলক। ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগে রয়েছেন রিদম সাঙ্গওয়ান, মনু ভাকের ও এষা সিং। এশিয়ান গেমসেও ১০ মিটার এয়ার রাইফেলে প্রতিনিধিত্ব করবেন মেহুলি। তাঁর সঙ্গে রয়েছেন রমিতা সেন এবং ঐশি চোক্সি।
For all the latest Sports News Click Here