জল্পনাকে সত্যি করে ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলতে চুক্তিবদ্ধ ঋদ্ধিমান সাহা
শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন ধরেই জল্পনা ছিলই। এবার সেই জল্পনাতেই কার্যত অফিসিয়াল শিলমোহর পড়ল বলা চলে। আগামী মরশুমে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলতে ত্রিপুরার হয়ে চুক্তিবদ্ধ হলেন ভারতীয় সিনিয়র টেস্ট দলের উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। মাত্র কয়েকদিন আগেই ইডেনে এসে নিজের এনওসিও নিয়ে গিয়েছিলেন ময়দানের আদরের পাপালি। তার পড়ে আজ অর্থাৎ শুক্রবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আগামী মরশুমে খেলার বিষয়ে চুক্তিটা সেরেই ফেললেন ঋদ্ধিমান। বিষয়টি এক সাংবাদিক সম্মেলন করে নিশ্চিত করা হয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফেও।
প্রসঙ্গত বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে তার দূরত্ব বেড়েছিল বেশ কয়েকদিন আগেই। বাংলার প্রতি ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে সিএবির এক কর্তা দেশের হয়ে ৪০টি টেস্ট খেলা একজন ক্রিকেটারকে যেভাবে অপমান করার চেষ্টা করেছেন তা একেবারেই ভালোভাবে নেননি তিনি। ফলে তখনই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। উল্লেখ্য চলতি বছরে ঋদ্ধিমান সাহা বিভিন্ন কারণে থেকেছেন সংবাদ শিরোনামে। সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাট টাইটানস দলের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন অনবদ্য পারফরম্যান্স। তবে তার আগে তার নাম জড়িয়েছে নানা বিতর্কে।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে জাতীয় দলে খেলানোর বিষয়ে আশ্বস্ত করেছিলেন। তার পরেও দলের হেড কোচ রাহুল দ্রাবিড় তাকে সরাসরি জানিয়ে দিয়েছেন যে দলের ভবিষ্যত পরিকল্পনায় তিনি নেই। একথা জনসমক্ষেই বলেছিলেন ঋদ্ধি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। সেই সময়তেই ঋদ্ধিকে হোয়াটসঅ্যাপে চ্যাটে কার্যত হুমকির সুরে কথা বলেন তথাকথিত প্রথিতযশা এক সাংবাদিক। সেই চ্যাটের স্ক্রিনশট তিনি টুইটারে দিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশকে এতবছর সেবা করার পরে তার কি এটা প্রাপ্য? পরবর্তীতে বিসিসিআই তদন্ত করে সেই সাংবাদিককে দুই বছরের নির্বাসনেও পাঠিয়েছে।
প্রসঙ্গত এমন আবহে শুক্রবার ঋদ্ধি সই করেছেন ত্রিপুরায়। কেরিয়ারের নয়া ইনিংস শুরু করলেন তিনি। ত্রিপুরা রাজ্য সংস্থার যুগ্ম সচিব কিশোর দাস ও অনান্য আধিকারিকরা ঋদ্ধিকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানিয়েছেন তাঁদের ক্রিকেট সংস্থায়। আনুমানিক প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার চুক্তি হয়েছে বলেই খবর। ত্রিপুরার হয়ে সব ফর্ম্যাটেই আসন্ন মরশুমে তাঁকে খেলতে দেখা যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন দ্বৈত ভূমিকায় ঋদ্ধিকে দেখা যেতে পারে ত্রিপুরায়। প্লেয়ার কাম মেন্টর হতে পারেন ঋদ্ধি। ২০১০ সালে তাঁর ভারতীয় দলে অভিষেক হয়। গত দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই জাতীয় দলে তাঁর জায়গা আর হয়নি।
For all the latest Sports News Click Here