জলে গেল মেহেদির হাফ-সেঞ্চুরি, এলিমিনেটরে হেরে BPL থেকে বিদায় শাকিবদের
ব্যাট হাতে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শাকিব আল হাসান। তা সত্ত্বেও এলিমিনেটরে রংপুর রাইডার্সের কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়র লিগ থেকে ছিটকে যেতে হল ফর্চুন বরিশালকে। ফলে এবারের মতো বিপিএল অভিযান শেষ হল শাকিবদের।
মীরপুরে টস জিতে বরিশালকে শুরুতে ব্যাট করতে পাঠায় রংপুর। বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে মেহেদি হাসান মিরাজ ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
অপর ওপেনার আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ১২ রান করেন। তিনি ১টি চার মারেন। মাহমুদুল্লাহ ২১ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। করিম জানাত ২৫ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন ভানুকা রাজাপক্ষে। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
রংপুরের দাসুন শানাকা ৩ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৩২ রানে ১টি উইকেট নেন রাকিবুল হাসান। মুজিব উর রহমান ও ডোয়েন ব্র্যাভো উইকেট পাননি।
আরও পড়ুন:- Ranji Trophy: দুই ক্যাপ্টেনের দ্বৈরথে মায়াঙ্ককে টেক্কা অর্পিতের, কর্ণাটককে হারিয়ে রঞ্জির ফাইনালে বাংলার মুখে সৌরাষ্ট্র
পালটা ব্যাট করতে নেমে রংপুর ১৯.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে রংপুর। শামিম হোসেন দলের হয়ে সব থেকে বেশি ৭১ রান করেন। ৫১ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।
খাতা খুলতে পারেননি মহম্মদ নইম। রনি তালুকদার করেন ১৭ বলে ২৯ রান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৩ বলে ১৮ রান করেন নুরুল হাসান। তিনি ৩টি চার মারেন। নিকোলাস পুরান ৮ বলে ৫ রান করে আউট হন। ডোয়েন ব্র্যাভো ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। দাসুন শানাকা ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৮ রান করে নট-আউট থাকেন মেহেদি হাসান। তিনি ৪টি চার মারেন।
আরও পড়ুন:- IND vs AUS: টেস্টে আর কারও নেই এমন রেকর্ড, দল হারলেও নাগপুরে অবিশ্বাস্য এক নজির গড়েন ন্যাথন লিয়ঁ
শাকিব ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৩৩ রানে ২টি উইকেট নেন কামরুল ইসলাম। ২৩ রানে ২টি উইকেট নেন খালেদ আহমেদ। ম্যাচের সেরা হন শামিম।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here