‘জলের মতো পয়সা ঢেলেছি’, দুই ভাই অনিল-সঞ্জয়ের বলিউড লঞ্চ প্রসঙ্গে মুখ খুললেন বনি
দুই ছোট ভাই অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরকে একসময় বলিউডে লঞ্চ করেছিলেন প্রযোজক বনি কাপুর। তাঁর কথায়, দুই ভাইয়ের পিছনে সেই সময় জলের মতো পয়সা ঢেলেছেন তিনি। ছেলে অর্জুন কাপুর এবং মেয়ে জাহ্নবীও ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। তবে দুই ছেলেমেয়ের ডেবিউ ছবির ক্ষেত্রে কিন্তু একই কাজ করেননি বনি।
১৯৮৩ সালে বনির প্রযোজনা সংস্থায় ‘ওহ সাত দিন’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় অনিল কাপুরের। এরপর ১৯৯৫ সালে টাবুর বিপরীতে বলিউডে পা রাখেন সঞ্জয়। কিন্তু প্রযোজক বাবা হিসেবে নিজের ছেলেমেয়ে অর্জুন, জাহ্নবী এবং খুশিকে লঞ্চ করেননি বনি। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।
আরও পড়ুন: ব্রেন স্ট্রোকের পর হাওড়ার হাসপাতালে ভর্তি, শরীরে কী সমস্যা রয়েছে ঐন্দ্রিলার
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত ছিল। অনিলের পর সঞ্জয়কে (ভাইদের) লঞ্চ করেছিলাম। সেই সময় আমাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আমি চিনির মধ্যে গুড় মেশাতে থাকি, আর এত বেশি গুড় মিশিয়ে ফেলি যে মধুমেহ রোগ হয়ে যায়। ভাইদের লঞ্চ করতে কোনও ফাঁক রাখিনি। জলের মতো টাকা খরচ করেছি।’
আরও পড়ুন: কেন ‘পাপা’র সঙ্গে সবাই দেখা করতে আসে মন্নতের বাইরে? কী বলেছে শাহরুখের ছোট ছেলে
এরপরই প্রযোজক বলেন, তিনি সিদ্ধান্ত নেন তাঁর ছেলেমেয়েদের অন্য কেউ লঞ্চ করুক। যদি ইন্ডাস্ট্রিতে তাঁর সন্তানেরা টিকতে পারে, বাজারের দর হিসেবে(এই পেশায়) তাঁদের উপর বিনিয়োগ করার কথা ভাববেন তিনি।
বনির ছেলে অর্জুন কাপুর আদিত্য চোপড়ার প্রযোজনায় ‘ইশাকজাদে’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। অন্যদিকে মেয়ে জাহ্নবী, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। এবার বলিউডে পা রাখার জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রযোজকের ছোট মেয়ে খুশি কাপুরও। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন তিনি।
For all the latest entertainment News Click Here