জলের বোতল নিতেও আলসেমি! বয়স্ক বাবাকে দিয়ে সব কাজ করান ‘আদুরে মেয়ে’ দেবলীনা
তিনি তৃণমূল বিধায়ক, শাসক দলের দাপুটে নেতা- মেয়ের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন দেবাশিস কুমার। অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমার নিজের মুখেই স্বীকার করে নিলেন তিনি আদ্যোপান্ত ‘প্যাম্পার্ড মেয়ে’। দেবাশিস কুমারের একমাত্র কন্যা বছর খানেক আগেই উত্তর কুমারের নাতবউ হয়েছেন। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখী গৃহকোণ তাঁর। তবে এখনও বাবার উপর অধিকারবোধ পুরোদমে ফলিয়ে যাচ্ছেন দেবলীনা। সম্প্রতি বিধায়ক দেবাশিস কুমার বাবার সঙ্গে কাটানো কিছু দুষ্টু-মিষ্টি মুহূুর্তের কোলাজ শেয়ার করেছেন। তা দেখে মুগ্ধ নেটপাড়া।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়ের ‘আয় খুকু আয়’ ছবির টাইটেল ট্র্যাক বাজছে নেপথ্য়, আর রিল ভিডিয়োয় দেখা গেল মেয়ের সঙ্গে কসরৎ করছেন দেবাশিস কুমার। দেবলীনা কতখানি ফিটনেস ফ্রিক তা কারুর অজানা নয়। আর বাবাকেও নিজের হাতেই ট্রেন করতে দেখা গেল দেবলীনাকে। মেয়ের নির্দেশ ভালো ছাত্রের মতোই মেনে চলতে দেখা গেল দেবাশিস কুমারকে। তবে মজার ব্যাপার হল ভিডিয়োর শেষে দেখা গেল দেবলীনাকে জলের বোতলও এগিয়ে দিচ্ছে বাবা।
এই ভিডিয়ো শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘আমাদের সম্পর্কটা এইরকমই। আমি খুব আদুরে, আমি বাবাকে দিয়ে সব কাজ করাই। আর মজার ব্যাপার হল উনি কখনও আমাকে না বলেন না’।
এই রিলে কমেন্টের বন্যা। দেবলীনার স্বামী লিখেছেন, ‘হাহাহা… এটা ভীষণ কিউট’। অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন, ‘এটা সেরা’।
উল্লেখ্য, মাস কয়েক আগে দিদি নম্বর ১-এর মঞ্চে দেবলীনার মা দেবযানী কুমার মেয়ের কীর্তি ফাঁস করেছিলেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন নিজের সবটুকু এনার্জি জিম আর সাইকেলিং করতেই খরচা করেন দেবলীনা। আদতে মেয়ে ভীষণ কুঁড়ে, এমনকী এক গ্লাস জলও নিজে নিয়ে খায় না। সেটাও বাবাকে দিয়ে করায়।
For all the latest entertainment News Click Here