জলের নিচে রাখা ঝিনুকে ‘মৎস্যকন্যা’ হয়ে ধরা দিলেন তারা সুতারিয়া, মুগ্ধ নেটপাড়া..
দেখে মনে হচ্ছে, সমুদ্রের খুব গভীরে, একটি ঝিনুকের খোলার উপর কিছুটা ঝুঁকে বসে রয়েছেন। শরীরের উপরের অংশে সাদা ব্রা-লেট, নিচে সাদা মাঝের লেজের মত একটি স্কার্ট লুটিয়ে রয়েছে। মাথা থেকে লম্বা চুল পিঠ ছাপিয়ে গিয়েছে। যেন ‘মৎস্যকন্যা’ সম্প্রতি এমনই এক ফটোশ্যুটে ধরা দিলেন অভিনেত্রী তারা সুতারিয়া।
ফটোশ্য়ুটের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা সুতারিয়া। ক্যাপশানে লিখেছেন ‘জলের নিচে’। সঙ্গে দিয়েছে ঝিনুক ও ‘মৎস্যকন্যা’র ইমোজি। ‘দ্যা লিটিল মারমেইড’-ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ফটোশ্যুট করেছেন তারা। তারাকে দেখে মুগ্ধ নেটনাগরিকরা কমেন্টে লিখেছেন, ‘দ্যা লিটিল মারমেইড’। উত্তরে তারা লিখেছেন, ‘আমাকে এরিয়েল বলতে পারেন’ প্রসঙ্গত এরিয়েল হল ডিজনি প্রিন্সেস। এটি ডিজনির একটি চরিত্র। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে আপনি স্বর্গে রয়েছেন।’ কারোর কথায় ‘বাস্তবের মারমেইড’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
আরও পড়ুন-অভিষেকের মুখে হঠাৎ রোকার কথা শুনে অবাক! আমরা দক্ষিণ ভারতীয়, তাই কোনও ধারণা ছিল না: ঐশ্বর্য
অভিনয়ের ক্ষেত্রে ‘অপূর্ব’ নামে একটি ছবিতে অভিনয় করছেন তারা সুতারিয়া। নিখিল নাগেশ ভাট পরিচালিত এই ছবিটি একটি মেয়ের গল্প বলবে। ছবির গল্পে উঠে আসবে, একটি ভয়ঙ্কর রাতের শেষে একটি মেয়ে কীভাবে বেঁচে ফেরে। এর আগে এমন অবতারে তারা সুতারিয়াকে দেখা যায়নি বলেই নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯-এ স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২ দিয়ে বলিউডে পা রাখেন তারা সুতারিয়া। অভিনয় ছাড়াও সঙ্গীতশিল্পী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। তারা অবশ্য ২০১২ সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সঙ্গীতশিল্পী হিসাবেই। পরে ধীরে ধীরে অভিনয়ে পা রাখেন তারা। এদিকে ব্যক্তিগত জীবনে রণবীর কাপুরের পিসতুতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। দুজনকে একসঙ্গে সময় কাটাতে, একসঙ্গে ছুটি কাটাতে যেতেও দেখা গিয়েছে। এমনকি কাপুর বাড়ির নানান অনুষ্ঠানেও আমন্ত্রিত থাকতেন তারা। তবে সাম্প্রতিক গুঞ্জম আদর-তারার নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে।
For all the latest entertainment News Click Here