‘জয় সন্তোষী মা’ খ্যাত অভিনেত্রী বেলা বসুর জীবনাবসান, বয়স হয়েছি ৭৯
প্রয়াত প্রবীণ বলিউড অভিনেত্রী বেলা বসু। ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বয়স হয়েছিল ৭৯ বছর। গত ২৫ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান। ষাট ও সত্তরের দশকে বলিউডের পরিচিত মুখ ছিলেন বেলা বসু।
বেশিরভাগ ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী। নৃত্যশৈলীর জন্য বলিউডে আলাদা করে নিজের পরিচয় গড়ে তোলেন। ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য তিনি ‘লেডি ভিলেন’ নামে বিখ্যাত হয়েছিলেন। আরও পড়ুন: বিতর্ক চুলোয় যাক, শুরু ‘হেরা ফেরি ৩’-এর শ্যুটিং, ফিরছেন অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ী
১৯৪৩ সালে ১৮ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন বেলা বসু। তাঁর বাবা একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন। ছোটবেলা থেকে মণিপুরী নৃত্যশৈলীর প্রতি বিশেষ আগ্রহ ছিল তাঁর। এরপর বিভিন্ন ঘরানায় নাচে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বেলা একজন দক্ষ চিত্রশিল্পী এবং জাতীয় পর্যায়ের সাঁতারুও ছিলেন।
ছোটবেলায় আর্থিক সঙ্কটের মুখে পড়ে সপরিবারে মুম্বই পাড়ি দেন বেলা। এক পথ দুর্ঘটনায় বাবাকে হারান অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য, সংসারের হাল ধরতে সিনেমায় গ্রুপ ডান্সার হিসেবে কাজ শুরু করেন। নাচের দক্ষতার জেরেই প্রথম ছবিতে কাজের সুযোগ পান।
১৯৫৯ সালে ‘ম্যায় নশে মে হুঁ’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করে বেলা বসু। ছবিতে তাঁর একক নৃত্যের দৃশ্য রয়েছে। ১৯৬৪ সালে চন্দ্র শেখর পরিচালিত বিখ্যাত ছবি ‘চা চা চা’-তে হেলেনের পাশাপাশি অভিনয় করেছেন বেলা ও অরুণা ইরানি। হেলেনের দিদির ভূমিকায় অভিনয় করেছিলেন বেলা।
‘সিআইডি ৯০৯’, ‘নাগিন অউর সাপেরা’, ‘জিন্দেগি অর মউত’, ‘রকি মেরা নাম’, ‘শিকার অর হাওয়া মহল’, ‘মে নাশে মে হুঁ’, ‘জিনে কি রাহ’, ‘জয় সন্তোষী মা’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৫০ থেকে ১৯৯০ সালের মধ্যে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। অভিনেতা ও পরিচালক অশিস কুমারকে বিয়ে করেন বেলা। ২০১৩ সালে প্রয়াত হন আশিস কুমার। বর্ষীয়ান বলিউড অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
For all the latest entertainment News Click Here