জয় আর্সেনাল ও সিটির, ২ পয়েন্টের লিড ধরে রাখল গানার্সরা
শুভব্রত মুখার্জি: একদিকে লেস্টার সিটি এবং অপরদিকে বোর্নমাউথকে উড়িয়ে দিয়ে প্রিমিয়র লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার সিটি। সিটি সহজ জয় পেলেও আর্সেনালকে অবশ্য শেষ পর্যন্ত লড়তে হয়েছে। আর্সেনাল দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা পায় গোলের। কিন্তু মাত্র এক গোলে এগিয়ে থাকায় আশঙ্কা থেকেই যাচ্ছিল গোল শোধ হয়ে যাওয়ার। এভাবেই দোলাচলে দুলতে দুলতে ম্যাচে জয় নিশ্চিত করে আর্সেনাল। কয়েকবার সুযোগ পেয়েও লেস্টার সিটি কাজে লাগাতে পারেনি। ফলে জয় পায় আর্সেনাল। এই জয়ে তাতে সিটির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছিল মিখেল আর্তেতার দল। কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার লেস্টারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। একমাত্র গোলটি করেছেন করেছেন গাব্রিয়েল মার্টিনেল্লি।
এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ম্যাচে কিন্তু শনিবার শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল আর্সেনাল। তবে আক্রমণে চেনা ধার নজরে আসছিল না আর্সেনালের। ইংল্যান্ডের ফুটবলার বুকায়ো সাকা লেস্টারের রক্ষণে কয়েকবার আক্রমণ উঠিয়ে আনলেও বেশিরভাগ সময়েই শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্সেনালের। আর্সেনালের কর্নার গোলরক্ষক লাফিয়ে পাঞ্চে ক্লিয়ার করলেও বক্সে বল পান জাকা। তাঁর পাস থেকে ডান পায়ের শটে গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। কিন্তু ভিএআর দেখে রেফারি নিশ্চিত হন বল পাঞ্চ করার সময় লেস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে ফাউল করেছিলেন বেন হোয়াইট। ফলে বাতিল হয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙিক্ষত গোলের দেখা পায় আর্সেনাল। ট্রোসার্ডের পাস ধরে বক্সে ঢুকে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আগেই শট নেন মার্টিনেল্লি। যা দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। শেষ দিকে সাবধানতা অবলম্বন করে খেলে আর্সেনাল। গোলটি ধরে রাখতে শেষ পর্যন্ত সফল হয়ে ম্যাচ জয় নিশ্চিত করে।
অন্যদিকে প্রিমিয়র লিগে শনিবার ৪-১ গোলে জিতেছে সিটি। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এখন দাঁড়াল মাত্র ২ পয়েন্টে। সিটির ঝুলিতে রয়েছে ৫৫ পয়েন্ট। লিগে এর আগে ১৭ বারের দেখাতে কখনওই সিটিকে হারাতে পারেনি বোর্নমাউথ। গুয়ার্দিওলার ছেলেরা এদিন শুরুটা দারুণভাবে করে। বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় সিটি। প্রথমার্ধেই তিন গোল করে সিটি।
১৫তম মিনিটে বক্সের ভেতর থেকে সিটিকে এগিয়ে দেন অ্যালভারেস। ২৯তম মিনিটে ইলকাই গুনদোয়ানের ক্রস থেকে দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা ফিল ফোডেন অল্প স্পর্শে বল বাড়ান হ্যালান্ডকে। সেখান থেকে গোল করতে ভুল করেননি নরওয়ের এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে সিটির হয়ে ব্যবধান বাড়িয়ে নেন ফোডেন।
দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ দুর্ভাগ্যের শিকার হয়। ৫১তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আলভারেস। ব্যবধান কমানোর অনবরত চেষ্টা করতে থাকে বোর্নমাউথ। ৮৩তম মিনিটে লেরমার ভলিতে গোল করে ব্যবধান কমান। তবে শেষ রক্ষা হয়নি।
For all the latest Sports News Click Here