জয়ের আগে সেলিব্রেশন, এশিয়াডে সোনা হারালেন প্লেয়ার, যোগ দিতে হবে দেশের মিলিটারিতে
শুভব্রত মুখার্জি: এশিয়ান গেমস, অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমসের মতন বড়-বড় মাল্টি স্পোর্টস ইভেন্টগুলোর মঞ্চে দেশের হয়ে পদক জয় যে কোনও ক্রীড়াবিদের কাছে স্বপ্ন। কিন্তু সোনা জয়ের আগেই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে যদি পদক জয়টাই অসম্পূর্ণ থেকে যায়, তাহলে এর থেকে হতাশ করা খবর আর কি বা হতে পারে। ঠিক এমন ঘটনাই ঘটেছে এশিয়ান গেমসে। দক্ষিণ কোরিয়ার ফিগার স্কেটার জুঙ্গ-চিওল-ওনের সঙ্গেই ঘটে গিয়েছে এমন ঘটনা। সোনা জয়ের উচ্ছ্বাস আগেভাগেই সারতে গিয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে!
ফিনিশিং লাইনের আগেই উচ্ছ্বাস করতে গিয়ে সোনা তো হাতছাড়া হয়েছে। পাশাপাশি আরও একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে এবং তাঁর দলকে।এই ইভেন্টে সোনা জিতলে দেশে ফিরে বাধ্যতামূলকভাবে আর মিলিটারি সার্ভিসে ফিরতে হত না তাঁদেরকে। জুঙ্গের মুহূর্তের ভুলের জন্য তাঁর গোটা দলকে সেই কাজটাই করতে হবে।
ঘটনাটি ঘটেছে ৩০০০ মিটার রিলে রেসে।সেখানে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া দল। শেষ মুহূর্তে এসে জুঙ্গের গা ছেড়ে দেওয়ার ফল ভুগতে হচ্ছে তাঁকে এবং তাঁর দলকে। শেষ মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ যখন করছেন জুঙ্গ সেই সুযোগটা কাজে লাগিয়ে তাঁকে টপকে দেশের হয়ে সোনা ছিনিয়ে আনেন তাইওয়ানের হুয়াং-ইউ-লিন।
২৭ বছরের জুঙ্গ এই রেসে প্রথম স্থানে ছিলেন। শেষমুহূর্তে তড়িঘড়ি নিজের জয় উদযাপন করতে গিয়ে সোনার পদক হাতছাড়া করলেন তিনি। সংবাদসংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, ‘আমি আমার সর্বোচ্চ গতিতে ফিনিশিং লাইনে এসে পৌঁছাইনি। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি আমার লক্ষ্যে পৌঁছানৈর আগেই গা ছাড়া দিয়েছিলাম। আর তার ফলেই এই সমস্যায় পড়েছি।আমি অত্যন্ত দুঃখিত এই ঘটনার জন্য। জুঙ্গ রেস শেষ করেন ৪:০৫:৭০২ সময়ে। পাশাপাশি হুয়াং রেস শেষ করেন ৪:০৫:৬৯২ সময়ে। ৪:১০:১২৮ সময়ে শেষ করে এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতেছে ভারত। এই ইভেন্টে নিজের সোনা জয়কে মিরাকেল বলেই আখ্যা দিয়েছেন হুয়াং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
For all the latest Sports News Click Here