জয়ার সঙ্গে মেয়ে শ্বেতা ঝামেলা বাঁধলে কী করে পরিস্থিতি সামলান অভিষেক? জানাল নভ্য়া
বচ্চন পরিবারের একাধিক রহস্য ফাঁস হচ্ছে নভ্যা নাভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’য়। চলতি সপ্তাহেও মা শ্বেতা নন্দা এবং দিদিমা জয়া বচ্চনের সঙ্গে আড্ডা দিলেন নভ্যা। সাম্প্রতিক এপিসোডে নভ্যা ফাঁস করলেন বচ্চন পরিবারের আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠলে কীভাবে সবটা সামলান অভিষেক। জয়া বচ্চনের সঙ্গে মেয়ে শ্বেতার ঝামেলা লাগলে মধ্যস্থতা করেন বচ্চন পুত্র।
জয়া এদিন নভ্যাকে বলেন, ‘গতকাল তুমি বাড়ি ছিলে না, তাই ডাইনিং টেবিলের অনেক অ্যাকশন তুমি মিস করে গেছো’। পালটা শ্বেতা বলেন, ‘আমি আবার কী করলাম?’। জয়া এরপর যোগ করেন, ‘সমস্যা হল তুমি কিছুই করোনি… (আমরা আলোচনা করছিলাম) আর তারপর মামু (অভিষেক) মিউজিক বাজিয়ে দিলআর বলল শ্বেতাদি এই গানটা মায়ের জন্য বাজিয়েছে’। এরপর মুচকি হেসে নভ্যা বলেন, ‘ওহ (পরিস্থিতি) ঠান্ডা করতে’।
জয়া সম্মতি দিতেই নভ্যা যোগ করেন, ‘মামু (অভিষেক বচ্চন) সবসময়ই সেটা করে থাকেন। যখন মামু দেখে যে টেনশনের পারদ চড়ছে, উনি ওমনি কোনও মিউজিক বাজান। সেটা সবসময়ই মনকে শান্ত করবার মিউজিক হয়’।
১৯৭৩ সালের ৩রা জুন অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন জয়া ভাদুড়ি। ঠিক ৯ মাস পর জন্ম হয় তাঁদের কন্যা সন্তান শ্বেতার। এর দু-বছর পর জয়ার কোল আলো করে আসেন অভিষেক (ফেব্রুয়ারি, ১৯৭৬)। বাবা-মা’র পদচিহ্ন অনুসরণ করে অভিষেক ছবির দুনিয়ায় পা রাখলেও গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরেই থেকেছেন শ্বেতা। ব্যবসায়ী নিখিল নন্দার স্ত্রী শ্বেতা। তাঁদের দুই সন্তান নভ্যা এবং অগস্ত্য। শ্বেতা ও জয়া গত কয়েক সপ্তাহ ধরেই নিয়মিত নভ্যার পডকাস্ট শো-তে অংশ নিচ্ছেন।
এর আগে এক এপিসোডে নভ্যা এবং শ্বেতা জানান, পরিবারের সকলেই সব বিষয়ে জয়ার মতামতাকে ‘খুব সিরিয়াসলি’ গ্রহণ করে। নভ্যার কথায়, গোটা পরিবারকে ‘আঠার মতো’ আটকে রেখেছে তাঁর দিদিমা। মায়ের অনুমতি ছাড়া আজও কোনও কাজে হাত দেন না শ্বেতা ও অভিষেক, জানিয়েছেন বচ্চন কন্যা।
For all the latest entertainment News Click Here