জয়পুরে প্রথম জয়, দল এবং সমর্থকদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল: সঞ্জু স্যামসন
শুভব্রত মুখার্জি: গতবার ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয় রাজস্থান রয়্যালসের। ফাইনালে গুজরাট টাইটানস দলের কাছে হেরে গিয়ে শিরোপা জেতা হয়নি সঞ্জু স্যামসনদের। ফলে এইবার শিরোপা জিততে মরিয়া সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে তাদের পারফরম্যান্সও যথেষ্ট ধারাবাহিক।
বৃহস্পতিবার ঘরের মাঠে সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস দল হারিয়ে দিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস-কে। আর এই জয়ের ফলেই তারা লিগ তালিকায় উঠে এল শীর্ষে। এই মুহূর্তে আট ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। এই জয়টা রাজস্থান রয়্যালসের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা জয়ের পরে সঞ্জু স্যামসনের কথাতেই বোঝা গেল।
আরও পড়ুন… রাহানেকে দলে ফেরানোটা ভালো সিদ্ধান্ত, যার সম্পূর্ণ কৃতিত্ব নির্বাচকদের- প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ
ম্যাচ শেষে সঞ্জু স্যামসন জানিয়েছেন, ‘ঘরের মাঠে জয়পুরে (এই মরশুমের) প্রথম জয় খুব গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য। তবে শুধুমাত্র দল নয় এই জয় সমর্থকদের জন্যও খুব গুরুত্বপূর্ণ ছিল। আইপিএলের মতন দীর্ঘ একটি টুর্নামেন্টে শুধু একমাত্রিক হয়ে থাকা যায় না। বেঙ্গালুরু অথবা মু্ম্বইতে খেলা হলে রান তাড়া করতে হতে পারে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে জয়পুরের পরিস্থিতি দেখে আমি এখানে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিই। আমরা যখন ব্যাট করেছি তখনও দলের নবীন তারকারা নেমে ব্যাট হাতে তাদের কাজটা সঠিকভাবে করেছেন। আমাদের মাইন্ডসেট এবং খেলার ধরন আক্রমণাত্মক ছিল যা দেখতে আমার খুব ভালো লেগেছে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এদিন জয়পুরে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস। তারা নির্ধারিত ২০ ওভারে ২০২ রান করেন পাঁচ উইকেটের বিনিময়ে। ওপেনার যশস্বী জয়সওয়াল দুরন্ত একটি ইনিংস খেলেন। ৪৩ বলে ৭৭ রান করে আউট হন তিনি। তিনি নিজের ইনিংসে হাঁকিয়েছেন ৮ টি চার এবং ৪ টি ছয়। এ ছাড়াও জোস বাটলার ২৭, ধ্রুব জুড়েল ৩৪ এবং দেবদূত পাডিক্কাল অপরাজিত ২৭ রান করেন। চেন্নাইয়ের হয়ে তুষার দেশপান্ডে দুটি উইকেট নেন। জবাবে ২০৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৭০ রানেই আটকে যায় চেন্নাই সুপার কিংস। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় করেন ২৯ বলে ৪৭ রান। এ দিন তাদের ওপেনার ডেভন কনওয়ে এবং অজিঙ্কা রাহানে বলার মতন রান পাননি। শিবম দুবে ৩৩ বলে ৫২ রান করে লড়াই করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ফলে ৩২ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here