জমি জবরদখলের চেষ্টা, নিজের অ্যাকাডেমীতেই নেই নিরাপত্তা, কান্নায় ভেঙে পড়লেন উষা
শুভব্রত মুখার্জি: ভারতের কিংবদন্তি অ্যাথলিট পিটি উষা। আর দেশের ইতিহাসে অন্যতম সেরা অ্যাথলিটকেই হাপুস নয়নে মিডিয়ার সামনে কাঁদতে দেখার সাক্ষী থাকল সকলে। নিজের অ্যাকাডেমীতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। কেরলের জমি মাফিয়াদের নজর পড়েছে তাঁর অ্যাকাডেমীর জমির উপরে। জোর করে তাঁর অ্যাকাডেমীর জমি দখল করতে চাইছে একদল দুষ্কৃতি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁর অ্যাকাডেমীর ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়েও। আর বিষয়টিতে হস্তক্ষেপ করার আহ্বান তিনি জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকেও।
শনিবার মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বিজয়নের উদ্দেশ্যে আবেদন করেছেন। মিডিয়ার সামনে পুরো ঘটনা বর্ণনা দেওয়ার সময়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। কোঝিকোড়ে রয়েছে পিটি উষার অ্যাকাডেমী। সেই জমিতে বারবার বেআইনি ভাবে অনুপ্রবেশ চলছে। এমন কী বেআইনি ভাবে নির্মানকাজও চালানো হয়েছে। নিউ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পিটি উষা। তিনি জানিয়েছেন, রাজ্যসভার সদস্য হওয়ার পরেই এই সমস্যা আরও গুরুতর হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে বিজেপির সুপারিশে রাজ্যসভার সাংসদ হন তিনি।
উষার দাবি, ‘উষা স্কুল অফ অ্যাকাডেমীতে ২৫ জন ছাত্র ছাত্রী রয়েছে। যার মধ্যে ১১ জন উত্তর ভারতের। ফলে আমাদের দায়িত্ব রয়েছে সকলকে সুরক্ষিত রাখার। আমি বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকে। ক্যাম্পাসের মাঝেই কারুর তরফে বেআইনি নির্মান করা হয়েছে। আমরা যখন বিষয়টি নিয়ে প্রতিবাদ করি তখন তারা জানায় স্থানীয় পঞ্চায়েতের অনুমতি রয়েছে তাদের কাছে। যখন এই জবরদখল নিয়ে স্কুল ম্যানেজমেন্ট প্রশ্ন তোলে তখন তাদেরও খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘কংগ্রেস হয়তো আমাকে বলবে, আমি সিপিআইএমের প্রতি দুর্বল। আবার মার্কসিস্টরা বলবে আমি বিজেপির প্রতি দুর্বল। তবে সত্যি বলছি আমি কোনও রকমের কোনও রাজনীতির সঙ্গে যুক্ত না। আমি সবাইকে যত রকম ভাবে সম্ভব সাহায্য করি।’ উল্লেখ্য উমেন চন্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ৩০ বছরের লিজে ৩০ একর জমি অ্যাকাডেমীর জন্য দিয়েছিল পিটি উষাকে। তাঁর সেই অ্যাকাডেমীর মধ্যেই ইচ্ছা করে আবর্জনা ফেলে তার স্তূপ বানানোর চেষ্টার অভিযোগও করেছেন তিনি।
For all the latest Sports News Click Here