জন্মদিনে ‘সেভিংস অ্যাকাউন্ট’ খুলতে গিয়ে বন্দুকের নলে অঙ্কুশ, দিলেন ৩ বড় চমক!
জন্মদিনে নিজের অনুরাগীদের তিনটে সারপ্রাইজ দিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে, তার মধ্যে একটা সারপ্রাইজে অবশ্য সাবধান করে দিয়েছেন দর্শকদের। সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলেই দেখা হবে বন্দুকধারীদের সঙ্গে।
ভাবছেন আবোল তাবোল লিখছি? মোটেই না, অঙ্কুশ নিজেই এমনটা বলেছেন। যদিও কথায় নয়, ছবির পোস্টার দিয়ে। আজ্ঞে হ্যাঁ, আসছে অঙ্কুশের দ্বিতীয় সিনেমা ‘সেভিং অ্যাকাউন্ট’। ২০২১ সালের নভেম্বর মাসেই ‘সেভিংস অ্যাকাউন্ট’-এর খবর দিয়েছিলেন তিনি। রাজা চন্দের পরিচালনায় দর্শকরা থ্রিলারের মুখোমুখি হবেন। দেখা যাচ্ছে ব্যাঙ্কের ভল্টে বসে আছেন। ব্যাগে রাশি রাশি টাকা। হাতে বন্দুক। পিছনে বন্দুক হাতে দুই ব্যক্তিও। ছবিতে থাকছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।
জন্মদিনে নিজের অনুরাগীদের তিনটে সারপ্রাইজ দিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে, তার মধ্যে একটা সারপ্রাইজে অবশ্য সাবধান করে দিয়েছেন দর্শকদের। সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলেই দেখা হবে বন্দুকধারীদের সঙ্গে।
ভাবছেন আবোল তাবোল লিখছি? মোটেই না, অঙ্কুশ নিজেই এমনটা বলেছেন। যদিও কথায় নয়, ছবির পোস্টার দিয়ে। আজ্ঞে হ্যাঁ, আসছে অঙ্কুশের দ্বিতীয় সিনেমা ‘সেভিং অ্যাকাউন্ট’। ২০২১ সালের নভেম্বর মাসেই ‘সেভিংস অ্যাকাউন্ট’-এর খবর দিয়েছিলেন তিনি। রাজা চন্দের পরিচালনায় দর্শকরা থ্রিলারের মুখোমুখি হবেন। দেখা যাচ্ছে ব্যাঙ্কের ভল্টে বসে আছেন। ব্যাগে রাশি রাশি টাকা। হাতে বন্দুক। পিছনে বন্দুক হাতে দুই ব্যক্তিও। ছবিতে থাকছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। |#+|
সঙ্গে এদিন ‘লাভ ম্যারেজ’ ছবির পোস্টারও শেয়ার করে নেন অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে তাঁকে দেখা যাবে প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে। সঙ্গে থাকছেন রঞ্জিত মল্লিক ও আপরাজিতা আঢ্য। ছবির পোস্টারে দেখা যাচ্ছে একে-অপরের দিকে অপলকে তাকিয়ে রঞ্জিত আর অপরাজিতা। আর তা দেখে চোখ গোলগোল অঙ্কুশ আর ঐন্দ্রিলার। অভিনেতা ক্যাপশনে লিখলেন, ‘যখন মা-বাবারা একটু হলেও নিজেদেরকে প্রায়োরিটি দেয়।’
শুধু ‘লাভ ম্যারেজ’ নয়, সুরিন্দর ফিল্মসের আরও একটি ছবিতে দেখা যাবে অঙ্কুশকে। নাম ‘পাখি’। পাখি-ও মুক্তি পাবে আগামী গরমের ছুটিতে। পরিচালনায় বাবা যাদব। বিপরীতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবির পোস্টারও আজ প্রকাশ্যে এনেছেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘দিনের তৃতীয় চমক। এটা হল একজন অন্ধ মানুষের উপর অন্ধ বিশ্বাস। আসছে এই গরমে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে।’
সোশ্যাল মিডিয়ায় নিজেদের উৎসাহ চেপে রাখতে পারেননি অঙ্কুশের ভক্তরা। পরপর তিনটে ছবি আসছে জানতে পেরে সকলেই শুভেচ্ছা জানালেন তাঁকে। সাথে জন্মদিনের শুভেচ্ছাও এল।
For all the latest entertainment News Click Here