জন্মদিনে মোদীকে ‘অমর’ ঘোষণা কঙ্গনার, দিলেন ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী’র খেতাব
বরাবরই নিজেকে বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ অনুরাগীও তিনি। বহুবার নায়িকার গলায় উঠে এসেছে মোদীর প্রশংসা। শনিবার ইনস্টাগ্রামে দেশের প্রধানকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা। ১৭ সেপ্টেম্বর ৭২ বছরে পা রাখলেন মোদী। আর তা নিয়ে কঙ্গনা তাঁকে বললেন ‘এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ’। সঙ্গে ‘অমরও’ বললেন।
এক ইভেন্টে দুজনের তোলা ফোটো শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লিখলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi হ্যাপি বার্থ ডে। একজন বাচ্চা যে রেল স্টেশনে চা বিক্রি করত থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল মানুষ হয়ে ওঠা, কী অসাধারণ জার্নি… আপনার জীবন আরও লম্বা হোক। রামের মতো, কৃষ্ণের মতো, গান্ধির মতো, আপনি অমর। আপনি সারাজীবন এই জাতির চেতনায় খোদিত থাকবেন। আপনার উত্তরাধিকার কেউ মুছে দিতে পারবে না… তাই তো আমি আপনাকে লেজেন্ড বলি। আপনাকে আমাদের নেতা হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি।’ আরও পড়ুন: ‘এভাবে সবার সামনে আদরও করতে পারি’, রচনাকে হঠাৎ কাছে টেনে নিয়ে বললেন প্রসেনজিৎ
কঙ্গনার শেয়ার করা এই ছবিটি ২০১৮ সালের। যখন মোদীর সঙ্গে দেখা হয়েছিল তাঁর দিল্লির এক ইভেন্টে সঙ্গে লিরিসিস্ট প্রসূন জোশি। ফ্লোরাল শাড়ি পরে সেখানে এসেছিলেন। সেদিন কঙ্গনাকে বলতে শোনা গিয়েছিল, ‘ওঁর সাফল্যের গল্পের কারণে আমি খুব বড় ভক্ত হয়ে উঠেছি। একজন তরুণী হিসেবে আমি বিশ্বাস করি যে আমাদের একজন ভালো রোল মডেলের দরকার। একজন চায়ওয়ালা আজ আমাদের প্রধানমন্ত্রী, এটা শুধু ওর জয় নয়। আমাদের গনতন্ত্রের জয়। আমি মনে করি উনিই সেরা রোল মডেল।’
আপাতত কঙ্গনা অপেক্ষায় আছেন ‘এমার্জেন্সি’ মুক্তির। এই সিনেমা পরিচালনা-প্রযোজনার পাশাপাশি ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয়ও করছেন তিনি। এছাড়াও রয়েছেন জয়প্রকাশ নারায়নের চরিত্রে অনুপম খের, পুপুল জায়াকারের চরিত্রে মহিমা চৌধুরি, অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় শ্রেয়স তালপাড়ে, ফিল্ড মার্শাল স্যাম মানেকশরের চরিত্রে মিলিন্দ সোমন।
কঙ্গনা আগেই বলে দিয়েছেন এমারজেন্সি কোনও বায়োপিক না, এটা একটা রাজনৈতিক ছবি। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধির বায়োপিক নয় এই ছবি। বরং এটা একটা বড় প্রেক্ষাপটকে তুলে ধরে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক ছবি যা আমাদের জেনারেশনকে সাহায্য করবে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে।’
For all the latest entertainment News Click Here