জন্মদিনে নিজেকে ৩ কোটির উপহার দিলেন শাহিদ, যা দেখেই ভক্তরা বলে উঠল, ‘সেক্সি’!
দিনকয়েক আগেই নিজের ৪১তম জন্মদিন পালন করলেন শাহিদ কাপুর। চুপ চুপ কে, ভিভাহ, যাব উই মেট থেকে শুরু করে কমিনে, হায়দার, কবীর সিংয়ের মতো বহু ভিন্ন স্বাদের সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আর নিজের জন্মদিনে নিজেকেও ভুললেন না উপহার দিতে। কিনলেন Maybach-S580। শাহিদের কালো রঙের সেই বিলাসবহুল গাড়ি দেখে চোখ ছানাবড়া হবেই হবে।
তবে এটাই প্রথম মার্সেডিজ নয় শাহিদের। অভিনেতার গাড়ির শখ কারওরই অজানা নয়। এর আগে তাঁকে বেশ কয়েকবার Mercedes-Benz S400 চালাতে দেখা গিয়েছে। সোমবার নতুন গাড়ির ডেলিভারি নেন শাহিদ আর মীরা। গাড়ির দাম কত পড়ল জানেন? নতুন মার্সেডিজ গাড়িটির শো-রুম প্রাইস ২.৭৯ কোটি।
বরের জন্মদিনে সমুদ্রের পারে ছুটি কাটানোর অদেখা সব মুহূর্ত মোবাইলের গ্যালারি ঘেঁটে এদিন বার করেন মীরা। একটি ছবিতে সূর্যাস্তের প্রেক্ষাপটে পরস্পরের চোখে হারিয়ে যেতে দেখা গেল দুজনকে। ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘একসঙ্গে এইরকমই আরও সূর্যাস্ত দেখব দুজনে’। বিকিনিতেও বরের সঙ্গে পোজ দিয়ে ছবি দিলেন মীরা। এই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন… প্রার্থনা করি তুমি জীবনের সব সেরাটুকু পাও, কারণ তুমি নিজের সেরা, সেরা বাবা, সেরা বন্ধু, সেরা স্বামী…. আই লাভ ইউ’।
শাঙিদের জন্মদিনে ভাই ইশানের জন্মদিনে ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে দেখা মিলেছিল ইশানের চর্চিত বান্ধবী অনন্যা পাণ্ডেরও। শাহিদ ও মীরার সাথে বেশ কিছু ছবিও তোলেন এই কন্যে। যা দেখে ভক্তদের মন্তব্য ছিল, ‘তো রিস্তা পাক্কা সমঝু?’
For all the latest entertainment News Click Here