জন্মদিনে অনুরাগীদের আনা কেক অচ্ছুতের মতো কাটলেন কাজল! ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেন
অনুরাগীরা যেমন বলিউড তারকাদের ভালবাসেন, তেমনি খুব দ্রুত তাঁদের ওপর রেগেও যান। সম্প্রতি অভিনেত্রীর কাজলের জন্মদিনের একটি ভিডিয়ো দেখে অসন্তুষ্ট হয়েছেন তাঁর ভক্তরা। গত ৫ অগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত ও বন্ধুরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সময়ে, বেশ কিছু অনুরাগী কেক নিয়ে কাজলের বাড়ির বাইরে হাজির হন। অভিনেত্রীর সেই কেক কাটার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
জন্মদিনের সেই ভিডিয়োতে ট্রোল হয়েছেন কাজল-
অভিনেন্ত্রীর জন্মদিনে তাঁর ভক্তরা বাড়ির বাইরে হাজির হয়েছিলেন কেক নিয়ে। সাদা মিডি ড্রেস খুব সাধারণ লুকে, কোভিড বিধি মেনে মুখে মাস্ক পরে এদিন অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে আসেন কাজল। কেকও কাটেন অভিনেত্রী। খুব বেশি সময় না কাটিয়ে কেক কেটে তড়িঘড়ি বাড়িতে ঢুকে যান অভিনেত্রী। মহামারীর কারণে সকলের থেকে দূরত্ব বজার রাখতে দেখা যায় নায়িকাকে। অভিনেত্রীর সেই ভিডিয়ো পাপারাৎজি ভাইরাল ভায়ানির সোশ্যাল মিডিয়ার দেওয়াল থেকে ভাইরাল হয়েছে। কাজলকে প্রচুর মানুষ ট্রোল করেছেন সেখানে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুরাগী সপরিবারে কেক নিয়ে হাজির হয়েছেন কাজলের বাড়ির সামনে। মাস্ক পরে বাইরে এসে অত্যন্ত আড়ষ্টভাবে কেক কাটতে দেখা যায় অভিনেত্রীকে। অনুরাগী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেও এক টুকরোও কেক মুখে দেননি কাজল। জন্মদিনে অনুরাগীর আনা কেক খেতে অস্বীকার করে ঘরে ঢুকে যাওয়ার বিষয়টিকে মোটেই ভাল চোখে দেখেননি নেটিজেনরা। ইনস্টাগ্রামে অনেকেই তাঁকে অহংকারী আখ্যা দিয়েছেন।
কেউ ট্রোল করে অভিনেত্রীর উদ্দেশে লেখেন, কাজলকে মোটেই খুশি দেখাচ্ছে না। অনুরাগীরা শুধু শুধু তাঁর পিছনে সময় নষ্ট করছে। অপর একজনের মন্তব্য, কেন এমন মানুষের জন্য অর্থ ও সময় নষ্ট করবেন যাঁদের কাছে কোনও মূল্য নেই। একজন লিখেছেন, গরীবের কেক বলে খাননি!
এদিন স্ত্রীর জন্মদিনে আদুরে পোস্ট করেন অজয় দেবগণ-
সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তুমি বছর ধরে আমার মুখে হাসি নিয়ে এসেছ… শুভ জন্মদিন প্রিয় কাজল, এটা তোমার মতোই বিশেষ করার চেষ্টা করব’।
For all the latest entertainment News Click Here