জন্মদিনের রাতে এল সেই বিশেষ মুহূর্ত, মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সঙ্গে আব্রাম
দেখতে দেখতে চলেই এল সেই বিশেষ দিনটা। শাহরুখ খানের জন্মদিন। যেদিনটা কিং খানের সঙ্গেই হইচই করে পালন করেন তাঁর ভক্তরাও। রাত থেকেই মন্নতের সামনে পড়ে যায় লম্বা ভিড়। এমনকী, সব ঠিকঠাক রাখতে পুলিশ মোতায়েনও করতে হয়। এবারও সেটাই হয়েছিল। মঙ্গলবার রাত থেকেই শাহরুখের-ভক্তরা হাজির হয়েছিলেন তাঁর এই সুদৃশ্য সমুদ্রমুখী বাংলোর বাইরে।
আর বাদশা মাঝরাতে এসে দাঁড়ালেন ব্যালকনিতে। সঙ্গে ছিল ছোটছেলে আব্রাম। শাহরুখকে উদ্দেশ্য করে হ্যাপি বার্থ ডে গান গায় সকলে মিলে। শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা নিজেদের প্রিয় তারকাকে। শাহরুখ তাঁদের সকলের উদ্দেশে এরপর হাত জোড়েন, চুমু ছুঁড়ে দেন, হাত নাড়েনও। আর তারপর আসে সেই হাত ছড়িয়ে শাহরুখ স্পেশাল বিখ্যাত পোজটা।
মঙ্গলবার সকাল থেকেই কিন্তু এই ভিড়টা জড়ো হচ্ছিল মন্নতের সামনে, তাও আবার দেশের নানা শহর থেকে। কারও হাতে শাহরুখ খানের বড় বড় পোস্টার, কারও হাতে মিষ্টির বাক্স, কেউ কেউ তো সঙ্গে করে নিয়ে এসেছিলেন মিষ্টির বাক্সও।
চার দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। ১৯৮৯ সালে দিওয়ানা দিয়ে হয়েছিল শুরু। এরপর কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাল হো না হো, স্বদেশ, ওম শান্তি ওম, চক দে, রইস-এর মতো একগুচ্ছ ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০২৩ সালে আসছে তাঁর তিনটে ছবি– পাঠান, জওয়ান আর ডঙ্কি। সঙ্গে আবার শাহরুখ খানের টাইগার ৩-তেও করবেন কেমিও।
প্রতিবারই জন্মদিনের রাতে এভাবেই ব্যালকনিতে আসেন তিনি। তবে এই প্রথায় ছেদ পড়েছিল ২০২১ সাল। কারণ দিনকয়েক আগেই মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছে ছেলে আরিয়ান। কিন্তু তখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেনি খান-পরিবার। তাই তো শাহরুখ সেবার আর বাইরে আসেননি। তবে মন্মতের বাইরে থাকা সকলের জন্য পাঠিয়েছিলেন জল, খাবারের বাক্স। আপাতত টুইটারেও ট্রেন্ড করছে #HappyBirthdaySRK।
For all the latest entertainment News Click Here