জন্মদিনেই গলল ঝামেলা-অভিমানের বরফ, দূরত্ব ভুলে ভূষণ কুমারকে জড়িয়ে ধরলেন সোনু
গত শনিবার ৫০ বছরে পা দিলেন সোনু। বলিউড এবং মিউজিক ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে এই দিনটা তিনি আনন্দ হইহুল্লোড়ের মধ্যেই কাটান। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে এদিন অনুপ জালোটা, মিকা সিং, সতীশ শাহ, জ্যাকি শ্রফ, সুদেশ ভোঁসলে, রাহুল বৈদ্য, টি সিরিজের প্রধান ভূষণ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বলে রাখা ভালো ২০২০ সালে একটি ঝামেলায় জড়ান সোনু নিগম এবং ভূষণ কুমার। তবে সেই ঝামেলা ইত্যাদি ভুলে এদিন তাঁরা একত্রে আনন্দে মেতে উঠেছিলেন।
এই ইভেন্টের একাধিক ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার মধ্যেই একটি ছবিতে ভূষণ কুমারকে জড়িয়ে ধরতে দেখা যায় সোনু নিগমকে। তাঁর একে অন্যের সঙ্গে হেসে হেসে কথাও বলেন। এদিন সোনু যখন তাঁর জন্মদিনের কেক কাটেন তখন ভূষণ কুমার সহ উপস্থিত সকলেই তাঁর জন্য বার্থডে সং গান।
একাধিক ছবি এবং ভিডিয়োতে সোনুকে আবার সচিন, মিকা, প্রমুখের সঙ্গে গান গাইতেও দেখা যায়। রাজ ঠাকরে এদিন উপস্থিত ছিলেন সোনুর জন্মদিনের অনুষ্ঠানে। তিনি সোনুর গায়ে একটি লাল এবং সোনালি রঙের শাল জড়িয়ে দেন এবং একই সঙ্গে তাঁকে একটি ফুলের তোড়া উপহার দেন।
ভূষণ কুমার এবং সোনুর কী সমস্যা হয়েছিল?
২০২০ সালে সোনু সোশ্যাল মিডিয়ায় ভূষণ কুমারের বিরুদ্ধে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘এবার আমায় ভূষণ কুমারের নাম নিতেই হবে। আপনি ভুল মানুষকে খেপিয়ে তুলেছেন। আপনি বোধহয় সেই সময়টার কথা ভুলে গেছেন যখন আপনি আমার কাছে এসে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলেন আপনার জন্য একটা অ্যালবাম করার জন্য। আমার কাছেই আপনি অনুরোধ করেছিলেন সুব্রত রায়, স্মিতা ঠাকরে, বাল ঠাকরের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। আবু সালেমের হাত থেকে বাঁচতে তো সেই আমার কাছেই এসেছিলেন। এগুলো কি সব ভুলে গেছেন?’
সোনু এই বিষয়ে আরও বলেন, ‘আমি আপনাকে সাবধান করছি আমায় এসব বিষয়ে জড়াবেন না। মারিনা কুয়ারের কথা আশা করি মনে আছে? আমি জানি না কেন সে সরে দাঁড়িয়েছিল, কিন্তু মিডিয়া জানে। আমার কাছে এখনও ওর ভিডিয়ো আছে। আমার পিছনে লাগতে এলে সেই ভিডিয়ো আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেব।’
For all the latest entertainment News Click Here