জনির মতো স্লেজিং করবেন না! স্মিথকে স্লেজ করতে গিয়ে নিজেই বোকা হলেন বেয়ারস্টো!
স্টিভ স্মিথকে স্লেজিং করতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলেন জনি বেয়ারস্টো। মাঠের মধ্যে নিজের উপহাস করে ফেললেন ব্রিটিশ উইকেটরক্ষক। এই দৃশ্য দেখে অবাক হয়েগেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। অন এয়ার বেয়ারস্টোকে তিরস্কার করলেন কেপি। ২০২৩ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্ট একটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে খেলার নিয়ন্ত্রণ অজিদের হাতে রয়েছে। ম্যাচের তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্মিথ-খোয়াজারা তৃতীয় দিনের শেষে ২২১ রানের লিড নিয়েছে। এমন অবস্থায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হলে ইংল্যান্ডকে কঠোর পরিশ্রম করতে হবে।
প্রথম ইনিংসে নিজের ৩২তম টেস্ট সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করার চেষ্টা করবেন। তিনি বর্তমানে ৬ রান করে অপরাজিত রয়েছেন। এদিকে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে স্টিভ স্মিথকে স্লেজ করার চেষ্টা করেছিলেন জনি বেয়ারস্টো। তবে তাতে তিনি ব্যর্থ হন। যার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। আর এই জন্য ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল হতে হচ্ছে।
আসলে, ম্যাচ চলাকালীন স্টিভ স্মিথকে কটূক্তি করেছিলেন বেয়ারস্টো। আসলে ব্যাট করার সময়ে স্মিথ ক্রিজের মধ্যে ও বাইরে খুব বেশি ঘোরাফেরা করছিলেন। এরপরে স্মিথকে উদ্দেশ্য করে জনি বেয়ারস্টো এমন একটি কথা বলেন যা স্টাম্পের মাইকে ধরা পড়ে যায়। স্মিথকে উদ্দেশ্য করে জনি বলেছেন, ‘আমার মনে হয় আপনিই পরবর্তী ‘স্ট্রিক্টলি অস্ট্রেলিয়া’ খেলোয়াড় হতে চলেছেন।’ তবে স্মিথ অবশ্য ‘স্ট্রিক্টলি অস্ট্রেলিয়া’ কী তা সম্পর্কে অজানা ছিলেন। স্টিভ স্মিথ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বেয়ারস্টোকে বলেন, ‘ওটা কী?’ এর পরে, ইংলিশ উইকেটরক্ষককে ‘স্ট্রিক্টলি অস্ট্রেলিয়া’ সম্পর্কে স্টিভকে বোঝাতে হয়েছিল। এটি অস্ট্রেলিয়ায় অনেক দিন আগে প্রচারিত একটি নাচের অনুষ্ঠান। এর পরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ বলেন, ‘আমি ভাবিনি এর অর্থ এটা হবে।’
জনি বেয়ারস্টো স্লেজিংয়ের এই ব্যর্থ প্রচেষ্টায় রেগে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। এই ঘটনা তাঁকে ক্ষুব্ধ করে তোলে। সেই সময়ে কেভিন অন এয়ার মন্তব্য করে বলেছেন, ‘এটি অ্যাশেজ নয়। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০টি ম্যাচ খেলেছি এবং আমরা সিঁড়িতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান দলের আসার অপেক্ষা করতাম (তাদের স্লেজ করার জন্য)।’
For all the latest Sports News Click Here