‘জনসাধারণের দেখার উপযুক্ত নয়’, আদালতে আদিপুরুষ-এর উপর নিষেধাজ্ঞা জারির আবেদন
শুক্রবার ১৬ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। টিজার মুক্তির পর সেই গত বছর থেকেই এই ছবি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেক গা বাঁচিয়ে ট্রেলার আনেন নির্মাতারা, রাবণকে বাদই রাখা হয় যেখানে। তবে ছবি মুক্তি পেতে ফের বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। হিন্দু সেনা ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। যেখানে দাবি করা হয়েছে ছবিটিকে যেন প্রদর্শনের অনুমতি না দেওয়া হয়।
হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত শুক্রবার ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ভারতীয় সংবিধানের ২২৬ ধারায় জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন। লিখিত পিটিশনে দাবি করা হয়েছে, ‘আদিপুরুষ’ ছবিতে এমন কিছু দৃশ্য আছে যা আপত্তিকর। সংবিধানের উক্ত ধারার কথা উল্লেখ করে বলা হয়েছে, কোনও ধর্মীয় নেতা, চরিত্র বা আদর্শকে যদি ছবির কোনও দৃশ্যে অবমাননা করা হয়, তাহলে সেই সব দৃশ্য অপসারণ করা উচিত। একই সঙ্গে ‘আদিপুরুষ’ ছবিটি জনসাধারণকে দেখানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার আবেদনও করা হয়েছে এই পিটিশনে।
পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে যে, ছবিটি ‘ধর্মীয় নেতা/চরিত্র/পরিসংখ্যানকে ভুল এবং অনুপযুক্তভাবে চিত্রিত করে হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে।’
‘আবেদনকারী ওম রাউত পরিচালিত ফিচার ফিল্ম আদিপুরুষ এর বিরুদ্ধে পিআইএল আকারে উল্লিখিত রিট পিটিশনটিকে জমা দিয়েছেন, যা ধর্মীয় নেতা/চরিত্র/পরিসংখ্যানকে ভুল ও অনুপযুক্তভাবে চিত্রিত করে হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। মহর্ষি বাল্মীকি, তুলসীদাস প্রমুখ লেখকদের দ্বারা রচিত রামায়ণে বর্ণিত হিন্দু ধর্মীয় নেতা/চরিত্রের বর্ণনার বিপরীতে এই সিনেমা। ‘আদিপুরুষ’ ছবিতে ধর্মীয় নেতা/চরিত্রের এমন ভুল বর্ণনায় পিটিশনকারী ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং আহত হয়েছেন। ০৪.০১.২০২২ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের কাছে এমনি একটি চিঠি দেওয়া হয়েছিল। তবে, উল্লিখিত তারিখ অবধি তার কোনও উত্তর আসেনি’, লেখা হয়েছে পিটিশনে।
পিটিশনে আরও বলা হয়েছে যে, আদিপুরুষ সিনেমায় ভগবান রাম, মাতা সীতা এবং রাবণ ও হনুমানের চরিত্রের চিত্রায়ন মহর্ষি বাল্মীকির রামায়ণ এবং তুলসীদাসের রামচরিতমানসে দেখানো এই ধর্মীয় নেতা/চরিত্র/পরিসংখ্যানের থেকে সম্পূর্ণ আলাদা।
প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত আদিপুরুষ হিন্দু মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত বলে দাবি করা হয়েছে। এই সিনেমায় প্রভাস প্রভু রাম, সীতা চরিত্রে কৃতি শ্যানন এবং লক্ষ্মণ চরিত্রে সানি সিং অভিনয় করেছেন। ছবিতে সাইফ আলি খানকে রাবনের ভূমিকায় দেখা গিয়েছে। বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে এই সিনেমা।
For all the latest entertainment News Click Here