জনপ্রিয় নায়িকার সঙ্গে ফিরছে সোহাগ জলের ‘শুভ্র’ হানি, কোন চ্যানেলের কোন সিরিয়াল?
টিআরপি তালিকাতে বেশ ভালো ফল করছিল সোহাগ জল। এমনকী স্লট লিডার অবস্থাতেই এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল জি বাংলা। ধারাবাহিকের দুই অভিনেতা হানি বাফনা আর শ্বেতা ভট্টাচার্যই খুব জনপ্রিয়তা পেয়েছে এই মেগা থেকে। শ্বেতার নতুন মেগার খবর না মিললেও, হানির ভক্তদের জন্য রয়েছে সুখবর।
সোহাগ জল শেষ হওয়ার পর এক মাস গড়াতে না গড়াতেই খবর মিলছে হানি বাফনার পর্দায় ফেরার। ‘বকুল কথা’ দিয়ে পথ চলা শুরু হলেও, ‘গ্রামের রানি বীণাপাণি’, ‘প্রথমা কাদম্বিনী’ ইত্যাদি ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। ইতিমধ্যে নাকি নতুন সেই সিরিয়ালের জন্য সম্মতিও জানিয়ে দিয়েছেন। তবে জি বাংলা বা স্টার জলসা নয়, সান বাংলার নতুন সিরিয়াল ‘শ্যামা’তে দেখা যাবে হানিকে বলেই খবর।
যদিও হানি এখনই সম্মতি জানানি এই খবরে। নায়িকা হিসেবে কাকে দেখা যাবে জানেন? ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘ত্রিশূল’-সহ সিরিয়ালে কাজ করা টুম্পা ঘোষকে। হানি এবং টুম্পা ছাড়াও এই সিরিয়ালে থাকছে বেশ কিছু পরিচিত মুখ। যদিও চ্যানেল এবিষয়ে এখনই কোনও খবর জানাতে চায়নি। মুখে কুলুপই এঁটেছেন।
এদিকে, হানি-র সোহাগ জলের সহ-অভিনেত্রী শ্বেতা ছোট পর্দায় দুটি জনপ্রিয় মেগায় কাজ করে ফেলেছেন। যমুনা ঢাকি আর সোহাগ জল। মাঝে দেবের সঙ্গে কাজ করেছেন প্রজাপতি ছবিতে। আপাতত মন দিয়েছেন ওয়েব সিরিজে। শ্বেতার হাতে রয়েছে দু দুটো ওয়েব সিরিজ। সেগুলোর কাজই আগে মিটিয়ে নিতে চান তিনি।
সুরিন্দর ফিল্মসের ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের জন্য সিরিজটি তৈরি করছেন নতুন পরিচালক মীর ফলক। যাতে মুখ্য চরিত্রে থাকবেন ঋতাভরী চক্রবর্তী। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা রয়েছে শ্বেতার। দুর্গাপুজোয় ‘ক্যামেলিয়া প্রোডাকশন’ আনতে চলেছে ‘ফ্রাইডে’ নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম। সেই ওটিটি-র একটি সিনেমা ‘লেডি চ্যাটার্জি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শ্বেতা। পরিচালনা করবেন অরিন্দম চক্রবর্তী, যিনি এর আগে কিছু সিরিয়ালের পরিচালনার কাজ করেছেন।
For all the latest entertainment News Click Here