জড়িয়ে ধরে একের পর এক চুমু, সলমনের গালও টিপলেন শেহনাজ! ইদে সুপারহিট জুটির রসায়ন
‘যেতে নাহি দিব!’ সলমনকে জড়িয়ে ধরে যেন একথাই বলে চলেছেন শেহনাজ গিল। মঙ্গলবার ইদের দিন খান পরিবারের পার্টি বসেছিল অর্পিতা খান শর্মার বাড়িতে। আর সেই পার্টিতেই ধরা পড়ল সলমন খান ও ‘পঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ শেহনাজ গিলের নজরকাড়া রসায়ন। এর আগেও বিগ বসের মঞ্চে দুজনের কেমিস্ট্রি চোখে পড়েছে। এবার যেন আরও মাখোমাখো সলমন-শেহনাজের সম্পর্ক। আর হবে নাই বা কেন? খুব শীঘ্রই সলমনের হাত ধরে বলিউডে পা রাখছেন শেহনাজ। ভাইজানের আসন্ন ফিল্ম ‘কভি ইদ কভি দিওয়ালি’তে আয়ুশ শর্মার নায়িকা হিসাবে থাকছেন শেহনাজ গিল।
এদিন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার ‘প্রেমিকা’কে চোখে হারালেন সলমন। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুজনের কেমিস্ট্রি দেখে বেশকিছু প্রশ্নও জাগছে ভক্তদের মনে। এদিনের পার্টিতে রঙ মিলিয়েই সেজেছিলেন সলমন ও শেহনাজ। অভিনেতার পরনে কালো শার্ট, কালো ও গোল্ডেন সালোয়ার কামিজে সেজে অর্পিতার পার্টিতে হাজির হয়েছিলেন শেহনাজ।
পার্টিতে ঢোকবার সময় আলাদা, আলাদা পোজ দেন দুজনে। তবে শেহনাজকে সি-অফ করতে বাইরে এসেছিলেন সলমন। পাপারাৎজিদের সামনেই সলমনকে জড়িয়ে ধরে চুমু খান শেহনাজ। তাঁকে চিত্কার করে বলতে শোনা গেল, ‘দেখো সলমন আমায় গাড়ি পর্যন্ত ছাড়তে এসেছে’। এক মুহূর্তের জন্যও শেহনাজের হাত ছাড়েনি সলমন, অভিনেতাকে বারবার চুমু খাচ্ছিলেন শেহনাজ। গাড়িতে উঠেও যেন দূরে যাওয়ার মন নেই। এরপর তো শেহনাজ যা ঘটালেন তা দেখে অবাক সব্বাই। সলমনের গাল টিপে দিলেন অভিনেত্রী।
সলমন খানের গালে হাত রেখে তা টিপে দেওয়া! এমন কীর্তি বোধহয় একমাত্র শেহনাজের পক্ষেই সম্ভব বলছেন নেটিজেনরা। বিগ বসের মঞ্চে শেহনাজ-সলমনের বন্ধুত্ব দেখেছে দর্শক। সিদ্ধার্থ শুক্লা মারা যাওয়ার পর বিগ বসের গত সিজনে একবার অতিথি শিল্পী হিসাবে হাজির হয়েছিলেন শেহনাজ। তখনও শেহনাজকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরেছিলেন সলমন, সেই দৃশ্যও ভাইরাল হয়েছিল।
শেহনাজ-সলমনের ঘনিষ্ঠতা এদিন চোখ এড়ায়নি কারুর। কেউ বলছেন, খারাপ সময়ে শেহনাজের পাশে দাঁড়িয়েছেন সলমন। কেউ কেউ আবার দু’জনের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করেছেন।
For all the latest entertainment News Click Here