জট কাটাতে ইনভেস্টরদের সঙ্গে বৈঠক করলেন মহমেডান কর্তারা
শুভব্রত মুখার্জি: কলকাতা ময়দানে বিশেষ করে ফুটবলে ক্লাব বনাম ইনভেস্টর ঝামেলা নতুন কিছু নয়।কলকাতার তিন প্রধানের মধ্যে মোহনবাগানে তুলনামূলক ভাবে এই সমস্যা অনেকটাই কম। তবে ইস্টবেঙ্গলের চিত্রটা একেবারে ভিন্ন। দুবার ইনভেস্টেরের সঙ্গে ক্লাব কর্তাদের ঝামেলা এতটাই বেশি ছিল যে ইনভেস্টেরকেই শেষ পর্যন্ত ছাড়তে হয় স্পোর্টিং রাইটস। প্রথমে কোয়েস এবং পরবর্তীতে শ্রী সিমেন্টকে দেখা যায় ইস্টবেঙ্গলের ইনভেস্টরের দায়িত্ব ছেড়ে দিতে। কলকাতার অপর প্রধান মহমেডানে যাতে এই ঘটনা না ঘটে তাঁর জন্য সচেষ্ট হয়েছেন ক্লাব কর্তারা। যা খবর তাতে করে ইনভেস্টর বাঙ্কারহিলের সঙ্গে সমস্ত মনোমালিন্য, মত পার্থক্য মিটিয়ে নিতে উদ্যোগী সাদা কালো ব্রিগেড। ফলে প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে তাহলে অবশেষে কি মহমেডান স্পোর্টিংয়ে ক্লাবে ইনভেস্টর সমস্যা মেটার পথে?
আরও পড়ুন… WTC Final: শুধু ফাইনে কাজ হচ্ছে না, মন্থর ওভাররেটের ট্রেন্ড বন্ধ করতে কড়া পদক্ষেপের সওয়াল ভনের
মরশুম শুরুর আগেই ক্লাব-ইনভেস্টরের দূরত্ব প্রকট হয়। বাঙ্কারহিল নাকি দায়িত্বও ছাড়তে চেয়েছিল। ক্লাবে সঠিক ফুটবলের পরিবেশের অভাবকে দায়ী করা হয়েছিল। অন্যতম ডিরেক্টর দীপক কুমার সিং এই অভিযোগ করেছিলেন।বাঙ্কারহিলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মহমেডান কর্তারা। ইনভেস্টরের দিকের কর্তা দীপক কুমার সিং মহমেডান স্পোর্টিংয়ের কার্যকরী কমিটিতেও রয়েছেন। তাঁকে অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে সাদা-কালো কর্তাদের তরফে । ফুটবল স্বত্বের ৬৪ শতাংশ শেয়ার দাবি করেছে বাঙ্কারহিল। আর এই জায়গাতেই আপত্তি রয়েছে সাদা-কালো কর্তাদের।
প্রসঙ্গত বর্তমানে ক্লাবে ৫১ শতাংশ শেয়ার রয়েছে বাঙ্কারহিলের। উল্লেখ্য ৩ বছর আগেই গুরগাঁওয়ের এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল মহমেডান। প্রথম ২ বছর সে রকম কোনও সমস্যা হয়নি দুই পক্ষের। বরঞ্চ বাঙ্কারহিল আসার পরই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আইলিগ, ডুরান্ড কাপেও রানার্স আপ হয় মহমেডান। তবে গত বছর পারফরম্যান্স আশাপ্রদ হয়নি।
আরও পড়ুন… চিনে মেসির পাসপোর্ট বিভ্রাট! বিমানবন্দরেই ২ ঘণ্টা আটকে কিংবদন্তি
রবিবার বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিংয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন মহমেডান কর্তারা। সেখানে ইতিবাচক কথাবার্তা হয়েছে। ফুটবল স্বত্ব নিয়েই সমস্যা চলছে। সূত্রের খবর, ৬৪ শতাংশ শেয়ার ছাড়তে দিতে একেবারেই রাজি নয় মহমেডান কর্তারা। আলোচনার মাধ্যমে রফাসূত্র খুঁজে বের করতে চাইছে দু-পক্ষই।
মঙ্গলবার ইনভেস্টর কর্তার সঙ্গে আলোচনায় বসবেন দীপেন্দু বিশ্বাসরা। ক্লাবের নামের আগে ইনভেস্টরের নাম ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে গুরগাঁও থেকে আইলিগ খেলার জন্য দরপত্র তুলে ফেলেছে বাঙ্কারহিল। সোমবার সেই দরপত্র জমাও দেয় তারা। যা খবর তাতে করে মহমেডানের সঙ্গে সমস্যা মিটে গেলে দরপত্র ফিরিয়ে নেবে বাঙ্কারহিল। তা না হলে তখন নিজেদের আইলিগ দল গঠনে নামবে বাঙ্কারহিল এমনটাই জানান সংস্থার চেয়ারম্যান। মহমেডানও সেই ক্ষেত্রে বিকল্পও ইনভেস্টরের খোঁজ করে রাখতে চাইছে। বকেয়া ১ কোটি ১০ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবেও বলে জানিয়েছে বাঙ্কারহিল। সোমবার থেকে অনুশীলনে শুরু করেছে দিয়েছে মহমেডান স্পোর্টিং। মরশুম শুরু হবে কলকাতা লিগ দিয়ে। কোচ মেহরাজউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন ফুটবলাররা। অনুশীলনে হাজির ছিলেন ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং, ক্লাব প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি।
For all the latest Sports News Click Here