জগদ্ধাত্রীকে টেক্কা দিতে ব্যর্থ, কম টিআরপির জেরে এবার বন্ধ হচ্ছে ‘গাঁটছড়া’?
নতুন বছরেও টলিপাড়ায় সিরিয়াল বন্ধের ট্রেন্ড জারি রয়েছে। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘সাহেবের চিঠি’র মতো ধারাবাহিকের জার্নি শেষ হচ্ছে। এর মাঝেই খবর, স্টার জলসার জনপ্রিয় মেগা ‘গাঁটছড়া’ও নাকি বন্ধের পথে! ‘মেয়েবেলা’ শুরু হচ্ছে আগামিকাল (সোমবার) থেকেই। এখনও জলসার পর্দায় তিনটি সিরিয়ালকে জায়গা করে দিতে হবে। চ্যানেলের আসন্ন তিন মেগা- ‘রামপ্রসাদ’, ‘বালিঝড়’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। টেলিপাড়ায় জোর প্রাইমটাইমেই আসবে ‘বালিঝড়’ সেই সম্ভাবনা প্রবল, তাই গুঞ্জন ‘গাঁটছড়া’ নাকি শেষ হবে ‘বালিঝড়’-এর আগমনে। ইশার স্মৃতি ফিরলেই নাকি গল্পে ইতি পড়বে!
শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে ‘গাঁটছড়া’। ‘খড়িদ্ধি’র রসায়ন নজর কেড়েছে, সঙ্গে দ্যুতি-রাহুলের বদমায়েশি হোক কুণাল-বনির মিষ্টি প্রেম, দর্শকদের অন্যতম পছন্দের গল্প ‘গাঁটছড়া’। কিন্তু এ কথা অস্বীকার করবার জায়গা নেই, ‘জগদ্ধাত্রী’র উত্থানে হুড়মুড়িয়ে কমেছে ‘গাঁটছড়া’র নম্বর। গত কয়েক মাসে সেরা পাঁচে জায়গা দখল তো দূর অস্ত, স্লট পেতেও ব্যর্থ ‘গাঁটছড়া’। তাই ট্রেন্ড মানলে এতোদিনে ‘গাঁটছড়া’র উপর কোপ বসিয়ে দিত চ্যানেল। তবে টেলিপাড়ার একটা সূত্র বলছে এপ্রিল পর্যন্ত ‘অ্যাক্রোপলিস’-এর এই মেগার এখনই শেষ হওয়ার সম্ভাবনা কম। এই ব্যাপারে এক সংবাদমাধ্যমকে শোলাঙ্কি জানিয়েছেন, ‘না, আমার কাছে এমন কোনও খবর (সিরিয়াল বন্ধের) নেই।’ তবে কলাকুশলীরা একদম শেষমুহূর্তেই এই খবর জানতে পারেন, সেই সর্তকবার্তাও দিয়ে রাখেন খড়ি।
এই মুহূর্তে জোর কদমে শ্যুটিং চলছে ‘বালিঝড়’-এর। ব্যাঙ্কিং এপিসোড নিয়ে মোটামুটি রেডি তৃণা,ইন্দ্রাশিস, কৌশিকরা। আগামিমাস থেকে শুরু হতে পারে ‘বালিঝড়’। সে জায়গায় ‘গাঁটছড়া’ শেষ না হলেও স্লটবদল কি ঘটবে? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চ্যানেলের এমন কোনও সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনা সংস্থা তাতে শিলমোহর দেবে কিনা তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। কারণ একই প্রযোজনা সংস্থার ‘মন ফাগুন’ একই কারণে আচমকা বন্ধ হয়। শোনা যায়, স্লট বদলে রাজি ছিল না প্রযোজনা সংস্থা।
জনপ্রিয়তায় সাময়িক ভাটা এলেও খড়ি-ঋদ্ধির রসায়ন কিন্তু আজও চোখ টানে। তাঁদের প্রেম,বন্ধুত্ব জমজমাট ছোটপর্দায়। স্লট বদলে জি বাংলার ‘মিঠাই’ কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। তাই সেই পথে চ্যানেল হাঁটে কিনা সেটাও দেখবার। সত্যি কি শেষ হবে গাঁটছড়া? আগামী কয়েক সপ্তাহে সেই ছবি স্পষ্ট হবে।
আরও পড়ুন-‘মেয়েবেলা’র টাইম স্লট প্রকাশ্যে! রূপার কামব্যাকে একসাথে কপাল পুড়ল দুই সিরিয়ালের
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here