‘জওয়ান’-এর গানে নাচের মহড়ায় শাহরুখ-দীপিকা, চুরি করে তোলা ছবি ফাঁস নেটদুনিয়ায়!
পর্দায় যখন শাহরুখ-দীপিকা, তখন অপরপ্রান্তে বসে থাকা দর্শকদের চোখের পলক পড়ার উপায় থাকে না। সেকথা মাথায় রেখেই ‘পাঠান’-এর পর ফের একবার শাহরুখ-দীপিকা রসায়ন আনতে প্রস্তুত ‘জওয়ান’ ছবির নির্মাতারা। দক্ষিণের পরিচালক অ্যাটলির জওয়ান মুক্তি পাবে আগামী ২ জুন। সম্প্রতি মুম্বইতে দীপিকার সঙ্গে ছবির একটি গানের রিহার্সাল করছিলেন কিং খান। সেখানেই কোনওভাবে প্রবেশ করেছিল গোপন ক্যামেরা। সেই ছবিই সম্প্রতি ফাঁস হয়েছে নেটপাড়ায়।
‘জওয়ান’-এর মহড়া থেকে ফাঁস হওয়া বেশ কয়েকটি ছবিতে শাহরুখ-দীপিকা দুজনকেউ সাদা শার্ট ও কালো প্যান্টে দেখা যাচ্ছে। তাঁদের দুজনের গলাতেই লাল রঙের সাটিন টাই ও হাতে লাল ব্লেজার। কোনও ছবিতে শাহরুখ-দীপিকাকে কানে কানে কথা বলতে, আবার কোনওটিতে হাসতে দেখা যাচ্ছে। আপাতত নেটদুনিয়া বুঁদ হয়ে রয়েছে শাহরুখ-দীপিকার রসায়নে। জানা যাচ্ছে, এই গানটির কোরিওগ্রাফি করছেন ফারহা খান। প্রসঙ্গত, কিছুদিন আগে জওয়ানের সেট থেকে অ্যকশন দৃশ্যও ফাঁস হয়েছিল।
আরও পড়ুন-উঠতি মডেলদের প্রলোভন দেখিয়ে দেহব্যবসা, মুম্বইয়ে অভিনেত্রীকে হাতেনাতে ধরল পুলিশ
আরও পড়ুন-‘এটা ২০২৩’ মনে করিয়ে দিয়ে হানি বললেন, ‘উরফি যা খুশি তাই পরবেন…’
এদিকে কিছুদিন আগেই ‘জওয়ান’র ছবি ফাঁস না করার অনুরোধ করা হয় শাহরুখের ফ্যান পেজ থেকে। তবে তারপরেও কেউ বা কারা সেটে গোপন ক্যামেরায় ছবি তুলে তা বেমালুম নেটদুনিয়ায় পোস্ট করে চলেছেন।
অনুরাগীদের প্রশ্নে কিছুদিন আগেই ছবির পরিচালক অ্যাটলির প্রশংসা করে শাহরুখ লিখেছিলেন, ‘উনি হলেন জনগণ পরিচালক এবং ভীষণ পরিশ্রমী। ওঁর স্ত্রী এবং উনি দুজনেই ভীষণ ভালো মানুষ।’
কিং খানের টুইটের উত্তরে অ্যাটলি লেখেন, ‘স্যার আপনাকে ভালোবাসি, স্যার। যদি কঠোর পরিশ্রমের কথা আসে ততাহলে আপনি তাতা রাজা। আপনি দর্শক এবং অনুরাগীদের যেকোনো কিছুর চেয়ে বেশি সম্মান করেন। প্রতিটি ছবিতে আপনি যে পরিশ্রম করেছেন তার তুলনা হয় না’।
For all the latest entertainment News Click Here