জওয়ানের প্রথম টিকিট বুক সলমনের, ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখলেন, ‘এই জন্যই তো…’
বছরের প্রথম হিট দেওয়ার পর আরও একবার বক্স অফিস ধামাকার জন্য প্রস্তুত কিং খান। আর ক’মাস পরই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘জওয়ান’। ইতিমধ্যেই সেই ছবির প্রিভিউ মুক্তি পেয়েছে। দর্শকরা এখন রীতিমত সেই প্রিভিউ ভিডিয়োতেই মজেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রেন্ডিং শাহরুখের ‘জওয়ান’-এর প্রিভিউ। গত ১১ জুলাই সলমন খান ‘জওয়ান’-এর এই প্রিভিউ নিয়ে একটি টুইট করেন। তার উত্তরে ১২ জুলাই একটি পাল্টা টুইট করেন শাহরুখ খান।
১১ জুলাই সলমন খান ‘জওয়ান’-এর প্রিভিউ শেয়ার কর লেখেন, ‘পাঠান এখন জওয়ান হয়ে গিয়েছে। দুর্ধর্ষ ট্রেলার। ভীষণ ভালো লেগেছে। এই ধরনের সিনেমা আমাদের হলে গিয়েই দেখা উচিত। আমি তো প্রথমদিনই এই ছবি হলে দেখতে যাচ্ছি। মজা এসে গেল দেখে।’ বাদশা ভাইজাইনকে এই টুইটের উত্তর দেন এরপর।
১২ জুলাই সলমনের পোস্টটিকে রিটুইট করে শাহরুখ লেখেন, ‘এর জন্যই ভাই সবার প্রথমে আপনাকেই দেখিয়েছি। ধন্যবাদ আপনার শুভেচ্ছা এবং প্রথম টিকিট বুক করার জন্য। ভালোবাসা নেবেন।’
তবে এটাই প্রথমবার নয় যখন শাহরুখ খানের হয়ে এভাবে সলমন খান প্রচার করলেন বা তাঁকে উৎসাহ দিলেন। গত বছর জন্য ‘জওয়ান’ ছবিটির প্রথম লুক প্রকাশ্যে এসেছিল তখনও সলমন খান সেটা শেয়ার করে লিখেছিলেন, ‘আমার জওয়ান ভাই এখন একদম তৈরি।’ তিনি তাঁর সেই পোস্টেও শাহরুখকে মেনশন করেছিলেন।
প্রসঙ্গত চলতি বছরই শাহরুখ দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে ফিরে এসেছেন। ‘জিরো’ ছবির পর তাঁকে আবারও এই বছর ‘পাঠান’ ছবিতে দেখা যায়। ২৫ জানুয়ারি মুক্তি পেতেই বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল সেই ছবি। সব হিসেব নিকেষ পাল্টে এটাই সব থেকে বেশি ব্যবসা করা বলিউড ছবির তকমা পায়। এখানে সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। তিনি ‘টাইগার’ রূপে ধরা দিয়েছিলেন। অন্যদিকে শোনা যাচ্ছে সলমনের আগামী ছবি ‘টাইগার ৩’-তে আবার নাকি শাহরুখকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
এটাই প্রথমবার নয় যে তাঁরা একে অন্যের ছবিতে ক্যামিও চরিত্রে থাকলেন। এর আগে পাঠানের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে সলমনকে দেখা গিয়েছিল। অন্যদিকে সলমনের ‘হর দিল জো পেয়ার করেগা’ ছবিতে শাহরুখ ছিলেন। তাঁরা একত্রে ‘করণ অর্জুন’ ছবিতেও কাজ করেছিলেন।
For all the latest entertainment News Click Here