জওয়ানের গানে ফের শাহরুখ-দীপিকা জুটি, বাদ নেই নয়নতারাও! এপ্রিলের শুরুতেই হবে শুট
অ্যাটলির জওয়ান ছবির গানের শ্যুটিং এপ্রিলের শুরুর দিক থেকে শুরু করা হবে বলে জানা গিয়েছে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, নয়নতারা শীঘ্রই এই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। এই গানগুলো এমন ভাবে বাছা এবং তৈরি করা হয়েছে যাতে এগুলো দর্শকদের মধ্যে দারুন হইচই ফেলতে পারে।
আর এই চার্টবাস্টারের হাত ধরেই ছবিটি হিট করে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী গানগুলোর সুর এমন ভাবে তৈরি করা হয়েছে যা সহজেই শ্রোতাদের আকর্ষণ করবে। একই সঙ্গে সূত্র মারফত এও জানা গিয়েছে যে এপ্রিল মাসে এই ছবির দুটি গানের শ্যুটিং করা হবে।
এই ছবির প্রথম গানটির শ্যুটিং করবেন শাহরুখ খান এবং নয়নতারা। এই গানটি কম্পোজ করেছেন অনিরুদ্ধ। এপ্রিলের প্রথম সপ্তাহেই মুম্বইয়ে এই গানের শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।
জওয়ান ছবিটির পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। শাহরুখের পাঠানের দিকে নজর রেখে মনে করা হচ্ছে এই ছবিটিও ব্লকব্লাস্টার হিট হতে চলেছে।
এই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন একবার প্রথম গানের শ্যুটিং সম্পন্ন হলেই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হয়তো এই ছবির দ্বিতীয় গানের শ্যুটিং হয়ে যাবে। জানা গিয়েছে ১৫ এপ্রিলের মধ্যে এই দ্বিতীয় গানটির শ্যুটিংও শেষ করা হবে। দ্বিতীয় গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
আশা করা হচ্ছে ২ জুন মুক্তি পাবে অ্যাটলির জওয়ান ছবিটি। এখানে প্রধান ভূমিকায় শাহরুখ ছাড়াও দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা প্রমুখকে। তবে বিজয়কে এখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। দীপিকাকে এখানে হয়তো ক্যামিও চরিত্রে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here