‘ছোলে ভাটুরে নয়’, কোন খাবারে লাফিয়ে ওঠেন বিরাট? ফাঁস দ্রাবিড়ের, ‘লোভ দেখাচ্ছিল’
কী খাবার দেখে ড্রেসিংরুমে ওরকমভাবে লাফিয়ে উঠেছিলেন বিরাট কোহলি? অবশেষে সেই রহস্য ফাঁস করলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের পর দ্রাবিড় জানান, ছোলে ভাটুরে নয়, ছোলে কুলচে দেখে ড্রেসিংরুমে ওরকম লাফিয়ে উঠেছিলেন দিল্লির ছেলে বিরাট। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে বিরাটের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিয়োয় এক ব্যক্তির হাতে খাবারের কোনও প্যাকেট দেখে পুরো লাফিয়ে ওঠেন দিল্লির ছেলে বিরাট। সেই প্যাকেটে কী খাবার ছিল, তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে অধিকাংশ নেটিজেনের ধারণা ছিল, প্যাকেটে নির্ঘাত ছোলে ভাটুরে ছিল। কারণ দিল্লির ছেলে বিরাটের অন্যতম প্রিয় খাবার হল ছোটে ভাটুরে।
আরও পড়ুন: Virat Kohli’s viral video – ‘ছোলে ভাটুরে’ দেখে টেস্টের মধ্যেই হাততালি বিরাটের! ভাইরাল ভিডিয়োয় মজল নেটপাড়া
তবে আদতে কী ছিল ওই প্যাকেটে, তা রবিবার ফাঁস করলেন দ্রাবিড়। দিল্লিতে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের পর সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে একটি সাক্ষাৎকারে দ্রাবিড়কে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গার। হেসে দ্রাবিড় বলেন, ‘এটা ছোলে ভাটুরে ছিল না। এটা কী একটা ছিল। ছোলে কুলচে ছিল। ও আমায় লোভ দেখানোর চেষ্টা করছিল। আমি বলেছিলাম যে আমার বয়স ৫০। আমি ওটা নিতে পারতাম না।’
এমনিতে ছোলে ভাটুরের মতো দিল্লির লোকেদের অন্যতম প্রিয় খাবার হল ছোলে কুলচে। পশ্চিমবঙ্গের মানুষের আত্মার সঙ্গে যেমন কচুরি-জিলিপি জড়িয়ে আছে, তেমনই দিল্লিবাসীর মনেপ্রাণে ছোলে ভাটুরে এবং ছোলে কুলচে আছে। বিরাটও একাধিকবার জানিয়েছেন যে দিল্লির ছোলে ভাটুরে তাঁর অত্যন্ত প্রিয়। বছরখানেক আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘রাজৌরি গার্ডেনের রাম কে ছোলে ভাটুরে (আমার প্রিয় খাবার)। ১১০ শতাংশ। তাও দোকানের কাছে গিয়ে (খেতে হবে)। বাড়িতে নিয়ে আসতে আসতে তো ভাটুরে থাকে না, ফাটুরে হয়ে যায়। চুপসে যাওয়ার পাউরুটির মতো মনে হয়। একেবারে তাজা ভাটুরে হবে, পুরো ফুলে থাকবে, আঙুল দিয়ে ফুটো করলে নীচে ভাটুরে মিলবে, এরকম হতে হবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here