ছোট পর্দায় ফিরছেন ‘জাপানি টয়’ অভিনেতা রাজদীপ, অভিনয় করবেন সুস্মিতার বিপরীতে
দীর্ঘ দিন পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। সৌজন্যে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। ধারাবাহিকে রাজদীপের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজদীপকে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সুস্মিতা।
টেলি পাড়ায় কান পাতলে আগেই শোনা গিয়েছিল, ‘পঞ্চমী’ ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা মিলতে পারে রাজদীপ গুপ্তর। ওটিটির দুনিয়ায় খুব পরিচিত মুখ তিনি। মিসম্যাচ, জাপানি টয়, উত্তরণ-এর মতো সিরিজে কাজ করেছেন। দেখা মিলেছিল ‘ওগা বধূ সুন্দরী’-তেও। দীর্ঘ দিন পর আবার ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেতা।
আরও পড়ুন: সুন্দরবনে শ্যুটিং করলেন হিরো আলম, সঙ্গে ছিলেন রিয়া মণি, হইচই এপার বাংলায়
নতুন এই ধারাবাহিকে রহস্য এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের কাহিনী লিখেছেন সাহানা দত্ত। ওটিটি প্ল্যাটফর্মের এই হিরোর সঙ্গে শুরুতে জুটি বাঁধার কথা ছিল ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত নবনীতা দাসের। তবে জিতু কমল ঘরণী নয়, সুস্মিতা দে-কে দেখা যাবে সাহানা দত্তের নতুন সিরিয়ালে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো।
সাপ নিয়ে গল্প। নাগ পঞ্চমীর দিন জন্ম বলে মুখ্য চরিত্রের এমন নামকরণ। বিশেষ ক্ষমতার অধিকারী পঞ্চমী। সাপের ভাষা বুঝতে পারে সে। সে নাকি ইচ্ছাধারী নাগিন। আর এই চরিত্রে রয়েছেন সুস্মিতা দে। পঞ্চমীর মায়ের চরিত্রে অভিনয় করছেন স্নেহা চট্টোপাধ্য়ায়।
উল্লেখ্য, প্রোমোতে দেখা গিয়েছে মন্দিরে সন্তান প্রসব করেন এক মহিলা (অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্য়ায়)। কিন্তু সেই সদ্যোজাতকে দেখেই চমকে ওঠেন পুরুতঠাকুর। কারণ, বাচ্চার শরীরে মায়ের নারী আটকে নেই, রয়েছে জীবন্ত সাপ। এরপরই দেখা যায় সুস্মিতাকে। যে আবার সাপের ভাষা বোঝে। সাপের সঙ্গে কথা বলে। এমনকী, তার অনুরোধেই জমিদার গিন্নিকে ছোবল না দিয়ে ফিরে যায় সাপ।
আগামী ৫ নভেম্বর থেকে সন্ধে সাড়ে ৮টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
For all the latest entertainment News Click Here