ছোট দল বলে থাইল্যান্ডকে ধুর ছাই নয়, হেরে যাওয়া প্রতিপক্ষের মনোবল বাড়ালেন মন্ধনা
আগাগোড়া দাপট দেখিয়ে ম্যাচে একতরফা জয় তুলে নিলেও দুর্বল থাইল্যান্ডকে ধুর ছাই করার মানসিকতা দেখাল না ভারত। বরং চলতি মহিলা এশিয়া কাপে যে রকম দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে থাইল্যান্ড, তাকে কুর্নিশ জানালেন ভারতের অস্থায়ী ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ধনা স্পষ্ট জানান যে, তাঁরা থাইল্যান্ডকে মোটেও দুর্বল দল হিসেবে বিবেচনা করেননি। কেননা টুর্নামেন্টে থাইল্যান্ড অত্যন্ত ভালো ক্রিকেট খেলেছে। পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে তারা। মন্ধনার প্রতিপক্ষকে সম্মান জানানোর এমন মানসিকতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তবে তার পরে স্মৃতি যে কাজটি করেন, তা মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
ম্য়াচের শেষে জেমিমা রডরিগেজকে সঙ্গে নিয়ে মন্ধনা পৌঁছে যান থাইল্যান্ড শিবিরে। থাই ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। মূল্যবান পরামর্শ দেন চানথামদের। কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ওঠা মন্ধনার কথা মন দিয়ে শোনেন থাইল্যান্ডের ক্রিকেটাররা। এমনকি তাদের কোচিং স্টাফরাও মন্ধনার পরমর্শ অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সেই ভিডিয়ো পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:- India vs Thailand: দুর্বল থাইল্যান্ডকে দুরমুশ করে চোখের নিমেষে ম্যাচ জিতল ভারত
উল্লেখ্য, সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মহিলা এশিয়া কাপের শেষ লিগ ম্যাচে টস জিতে থাইল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। থাইল্যান্ড ১৫.১ ওভারে মাত্র ৩৭ রানে অল-আউট হয়ে যায়। ১২ রান করেন ওপেনার নানাপাত। ৯ রানে ৩টি উইকেটে নেন স্নেহ রানা। এছাড়া ২টি করে উইকেট দখল করেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। ১টি উইকেট নেন মেঘনা সিং।
আরও পড়ুন:- IND vs THAI: থাইল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড জয় মন্ধনাদের, এত কম বলে আগে কখনও T20 ম্যাচ জেতেনি ভারত
জবাব ব্যাট করতে নেমে ভারত ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলে ম্যাচ জিতে যায়। সাবভিনেনি মেঘনা ২০ ও পূজা বস্ত্রকার ১২ রান করেন। ৮ রান করে আউট হন শেফালি বর্মা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্নেহ রানা।
For all the latest Sports News Click Here